শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
ডোমারে প্রকাশ্যে মাদক সেবন কারিদের আটক করেছে পুলিশ
সত্যেন্দ্রনাথ রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি
প্রকাশ্যে ছোলাই মদ সেবন করার দায়ে তিন মাদক সেবন কারিকে আটক করেছে নীলফামারী ডোমার থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডোমার থানার নিয়মিত মামলায় আটক কৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা সুত্রে যানাজায় বুধবার সন্ধ্যায় ডোমার থানার ছোট রাউতা ময়দান পাড়া এলাকায়
তিন যুবক প্রকাশ্যে ছোলাই মদ সেবন করছে।
পুলিশ খবর পেলে ঘটনাস্থলে এসে মদ সেবন কালে তিন যুবক কে আটক করে ।
আটক কৃতরা হলেন উপজেলা গোমনাতী এলাকার শুশিল রায়ের ছেলে প্রদিপ চন্দ্র রায়
(২২) জলঢাকা উপজেলার মীরগঞ্জ এলাকার
বজিত রায়ের ছেলে ধনেশ্বর চন্দ্র রায় ও একই
উপজেলার তাতীপাড়া এলাকার মৃত কুকরু রায়ের ছেলে গনেষ চন্দ্র রায়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক কৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।