রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গায় পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হালিশহরের প্রস্তুতি ফুটবল ম্যাচে অনুর্ধ্ব -১৫ টিম জিতেছে নওয়াপাড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত।  চান্দগাঁও থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৩ জন সদস্য গ্রেফতার ৪ টি মোটরসাইকেল উদ্ধার অভয়নগরে আরাফাত রহমান কোকো স্বৃগি ফুটবল ট্রুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  অভয়নগরে বিএনপি নেতা ফ,ম মোশাররফ হোসেন এর ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত।  জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না -ধর্ম উপদেষ্টা চট্টগ্রাম ৩৮ নং ওয়ার্ড কলসি দীঘির পাড় শাখা জিয়া জাগরণ পরিষদ এর শুভ উদ্ভোধন আলোচিত জসিম উদ্দিন হত্যামামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে সিএমপির বন্দর থানা পুলিশ।

চট্টগ্রামে ৪র্থদিনে রেকর্ড ৩০৬ মি, মিটার বৃষ্টি: এখনও নিন্মাঞ্চলে তীব্র জলাবদ্ধতা

চট্টগ্রামে ৪র্থদিনে রেকর্ড ৩০৬ মি, মিটার বৃষ্টি: এখনও নিন্মাঞ্চলে তীব্র জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক:০৭ আগষ্ট (চট্রগ্রাম)

চট্টগ্রামে টানা ৪র্থ দিনের বৃষ্টি ও জোয়ারের পানিতে অধিকাংশ নিচু এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, অলি-গলি, নিচতলার বাসাবাড়ি , শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান ডুবেছে।। জলাবদ্ধতায় বাসাবন্দী হয়ে পড়ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয় নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গিয়ে ফেরত আসে।
গতদিনের মত আজ সোমবার ও বৃষ্টি-জোয়ারের পানিতে ডুবে গেছে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, অলি-গলি, নিচতলার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। জলাবদ্ধতার কারণে বিদ্যুতায়ন এড়াতে বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। এতে দুর্ভোগে পড়েন বাসিন্দারা।

গতকাল (রবিবার) বিকেল ৫টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৩১: ৪ মিলিমিটার এবং আমবাগান আবহাওয়া অফিসের ছিল ১৯৬ মি:মিটার।

এদিকে আজ দুপুরের (সোমবার) পর্যন্ত পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। গতকাল (রবিবার) সন্ধ্যা ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে । যা গত ৩০ বছরের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছেন আবাহওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বাবু উজ্জ্বল কান্তি বলেন, চলতি আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ৫৩০ দশমিক ৬ মিলিমিটার। কিন্তু গত ছয়দিনেই ৫৪৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রবিবার (গতকাল) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। যা গত ৩০ বছরে সর্বোচ্চ।

তিনি আরো বলেন, চলমান বৃষ্টি অব্যাহত থাকবে সোমবার (আজ) এবং আগামীকাল (মঙ্গলবার) পর্যন্ত। আরো দু’দিন ভারী বৃষ্টির আভাস দিয়েছে চট্টগ্রাম আবহাওয়া অফিস।এরপর থেকে বৃষ্টির পরিমাণ কিছু টা কমতে পারে।
এছাড়া বৃষ্টি ও জোয়ারের পানিতে আজ ও ডুবো ডুবো অবস্থা ছিল নগরীর বহদ্দারহাট, মুরাদ পুর, বাকলিয়া, চকবাজার, চাক্তাই -খাতুনগঞ্জ,আগ্রাবাদ ,গোসাইলডাংগা ,মা ও শিশু হাসপাতালের এলাকা, হালিশহর বড়পুল, হালিশহর কাট্টলী, ফৌজদারহাট,পাহাড়তলী ঝর্ণাপাড়া, বন্দরের ২৬,২৪,৩৬,৩৭,৩৮, ইপিজেডের দক্ষিণ হালিশহর (নিউমুরিং), নয়ারহাট নেভীহল রোড, সিমেন্ট ক্রসিং নিচু এলাকা, আলী শাহ পাড়া, আকমল আলী রোড নিচু এলাকা, নারিকেল তলা এলাকা, হিন্দু পাড়া, খেজুরতলা বেড়ীবাধ,চরপাড়া, পতেংগার হাদিপাড়ি ,হোসেন আহমদ পাড়া,নাজির পাড়া, দক্ষিণ পতেংগা মাইজপাড়া রাজা পুকুর লেইন,বিজয় নগর এলাকা সহ উপকূলীয় অঞ্চলের আশ-পাশের নিচু এলাকায় তীব্র জলযট সৃষ্টি হয়েছে।

এসব এলাকার সাধারণ মানুষের কষ্ট ও দূর্ভোগ চরমে পৌঁছেছে। তারা গত কয়েকদিন ধরেই জলাবদ্ধতার কারণে বাসাবাড়িতে রান্না বান্না, খাবার তৈরি করতে পারেনি বলে জানিয়েছেন। কেউ কেউ ২/৩ রাতে নির্ঘুম কাটছে এবং অনেকে কাজ কর্মে যেতে পারছেন না জানায়।
অনেক ভুক্তভোগী লোকজন উন্নয়ন প্রকল্পের জন্য জলাবদ্ধতা কে দায়ী করে ক্ষোভপ্রকাশ করে বলেন,শতশত কোটি টাকা ব্যয়ে নির্মিত ড্রেন-নালা খাল সময় মত না হলেও মানুষের কষ্ট লাঘবের কোন সংস্থা তাদের দায়িত্ব পালন করছেন না।
বিষয়টি দ্রুত সমাধান করা অতি জরুরী।অন্যতায়, আগামী দিনে আরও ব্যাপক দূ্র্যোগ আসতে পারে বলে আশঙ্কা করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com