শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন
নীলফামারী ডোমারে কৃষকের ৫ টি গরু চুরি
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারী ডোমারে রাতের অন্ধকারে এক শিক্ষকের ৫ গরু চুরি হয়েছে।
শনিবার (৫ ই আগষ্ট)গভীর রাতে উপজেলা সদর ইউনিয়নের বড় রাউতা এলাকায় সাহার উদ্দিন পাড়ার শিক্ষক আব্দুস ছাত্তার বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে।
গরুর মালিক আব্দুস ছাত্তার জানান রাত একটার দিকে গরুগুলো গোয়াল ঘরে দেখে
আমি আমার শয়ন ঘড়ে ঘুমাতে যাই। ঠিক ঐ
সময়ে বাড়ির পাশে রাস্তার ধারে একটি হলুদ রংঙের পিকাপ এসে দাড়ায়। রাস্তার পাশেই বাড়ি হওয়ায় আমরা তেমন কিছুই মনে করিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়াল ঘরের দরজাড় তালা ভাংঙ্গা।ঘরে আমারএকটি গরুও নেই।চোরেরা গরু গুলো নিয়ে গেছে। গরু গুলো ২টি গাভী,১ টি এঁরে,২টি বাছুর,যার আনুমানিক মুল্য ৪ লক্ষ টাকার উপরে।
সকালে থানায় খবর দিলে পুলিশ আমার বাড়িতে এসে চুরির বিষয়টি জানতে চায়।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাসুদ আহমেদ গরু চুরির সত্যতা নিশ্চিত করে বলেন গরুর মালিক
আব্দুস সাত্তার এ ব্যপারে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।