বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
নীলফামারী ডোমারে নানা আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
দিনব্যপী নানা কর্মসুচীর মধ্যদিয়ে নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালন করা হয়েছে।
শনিবার(৫ ই আগষ্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে অস্থায়ী ভাবে স্থাপনকৃত ক্যাপন্টেন শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্যদিয়ে কর্মসুচী শুরু হয়।প্রথমে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি (ভারপ্রাপ্ত) পুষ্পমাল্য প্রদান করেন। পরে ডোমার থানা পুলিশ,ডোমার শাখা আওয়ামী লীগ,বীর
মুক্তিযোদ্ধা, উপজেলার সরকারি বে সরকারি প্রতিষ্টান সহ সাস্কৃতিক,সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে পরিষদ হলরুমে মিলিত হয়ে এক আলোচনা সভায় শহীদ শেখ কামালের বর্নাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে সৃতিচারন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ,উপজেলা সাবেক কমান্ড বীর মুক্তিযোদ্ধা নুরননবী,গোলাম মোস্তফা,কৃষি অফিসার রফিকুল ইসলাম,ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল আলম বাবুল,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গনেষ কুমার আগরওয়ালা ও জুগ্ম সম্পাদক রুবেল ইসলাম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
পরে উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুবসংগঠনে মাঝে ফলের চারাগাছ বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা।