রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন
নীলফামারীর ডোমারে নাবালিকা মেয়েকে অপহরণ মামলায় ছেলের বাবাকে আটক
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে নাবালিকা মেয়েকে অপহরণ মামলায় বিপুল ইসলাম (২৮) নামে
এক জনকে আটক করেছে পুলিশ। আটক বিপুল ইসলাম উপজেলার গোমনাতী তেতুলতলা এলাকার আব্দুল কাদেরের ছেলে।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) অপহৃত নাবালিকার নানী থানায় নারী শিশু নির্যাতন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার পরি প্রেক্ষিতে ডোমার থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে জোরাবাড়ী ইউনিয়নের দারিকামারী এলাকা হতে মেয়েটিকে উদ্ধার ও বিপুল ইসলামকে গ্রেফতার করে।
মামলা সুত্রে যানাজায় মেয়েটির বাবা ঢাকায়
থাকায় মেয়েটি তার নানির কাছে থেকেই লেখা পড়া করত। গত ৩১ শে জুলাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন পরে যানতে পারে তাদের মেয়েকে বিপুল ইসলাম তার সহপাঠীদের সহযোগিতায় পালিয়ে নিয়ে গেছে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অপহৃত কে উদ্ধার ও গ্রেফতার কৃত আসমিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।