শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন
ডোমারে মাদ্রাসা শিক্ষকের কান্ড
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে শ্লীলতাহানির অভিযোগে নূর আলম (৩২) নামে এক মাদ্রাসা শিক্ষক কে আটক করে পুলিশের হাতে দিল জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গেলে মাদ্রাসা শিক্ষকে তুলে দেন।
বৃহস্পতিবার(৩ ই আগষ্ট ) সকালে চিকনমাটি আলহেরা নুরানী একাডেমি মাদ্রাসায় ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত জনতা মাদ্রাসা শিক্ষক নূর আলম কে আটক করে পুলিশের
হাতে সোপর্দ করে।
আটক কৃত মাদ্রাসা শিক্ষক নুর আলম উপজেলার চিকনমাটি গ্রামের মৃত সাইদ আলীর ছেলে বলে জানাযায়। তিনি আলহেরা নুরানী একাডেমি মাদ্রাসার একজন শিক্ষক।
পুলিশ ও মামলা সুত্রে জানাযায় গেল ১ পহেলা আগষ্ট ছাত্রীটি মাদ্রাসা যেতে অস্বীকৃতি জানায়। তার মা কেন মাদ্রাসা যাবেনা? জানতে চাইলে ছাত্রীটি তার মাকে জানায় নূর আলম হুজুর ক্লাসে সবাইকে চোঁখ বন্ধ করে পড়া মুখস্থ করতে বলে। চোখ বন্ধ করা অবস্থায় পড়া মুখস্থ করার সময়ে শিক্ষক নিজ যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্য ওই ছাত্রীর
বুকে হাতদিয়ে চাপাচাপি করেন।এর পূর্বে গত ৩০ শে জুলাই যোহরের নামাজ আদায় করার জন্য সব ছাত্রীকে যেতে দিলও ঐ ছাত্রীকে রুম অপরিষ্কারের কথা বলে অন্য একটি রুম পরিষ্কার করতে বলে।
এই সময়ে শিক্ষক নুর আলম সেই রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ওই শিক্ষার্থীর শ্বরিরে হাতাহাতি করে। এ ঘটনায় ছাত্রীটি কান্নাকাটি করলে ভয় দেখিয়ে কাউকে না বলার হুমকি প্রদান করেন শিক্ষক নুর আলম।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগের ভিত্তিতে আসামি কে আটক করা হয়েছে। পরে ছাত্রীটির মা নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন, সেই মামলায় মাদ্রাসা শিক্ষক নূর আলম কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো
হয়েছে। যার মামলা নং ৯/২০২৩ ইং।