শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন
নড়াইলে বিএনপি কর্তৃক আগুন সন্ত্রাস, ভাংচুর, নৈরাজ্য ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
এম,মাহমুদুল হাসান নিপুন
নড়াইল জেলা প্রতিনিধি।
দেশব্যাপী বিএনপি কতৃক আগুন সন্ত্রাস,ভাংচুর,নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে নড়াইল জেলা আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে নড়াইল জেলা আওয়ামী লীগের আয়োজনে, ৩০শে’ জুলাই ( রবিবার) বিকেলে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়। মিছিলটি নড়াইল মুচির পোল থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান (নিলু)। পৌর- মেয়র আঞ্জুমান আরা,সাংগাঠনিক সম্পাদ দেবাশীষ কুন্ডু মিঠুল,
উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ মাশরাফি বিন মুর্তজার গর্বিত পিতা গোলাম মর্তুজা স্বপন। শ্রমিক নেতা বিপ্লব হোসেন (বিলো) বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী যুবলীগের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ গাউছুল আজম,( ভি,পি মাসুম) ভি,পি ইকবাল,জেলা ছাত্র লীগের সভাপতি নাঈম ভূঁইয়া।
এছাড়াও আরো,উপস্থিত ছিলেন, সঞ্চিতা হক রিক্তা ( সভাপতি বাংলাদেশ যুব মহিলা লীগ) নড়াইল জেলা শাখা।
এ্যাডঃ মিলি সিদ্দিকী ( সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব মহিলা লীগ) নড়াইল জেলা শাখা।
আরিফা ইসলাম মৌসুমি (সহ সভাপতি বাংলাদেশ যুব মহিলা লীগ) নড়াইল জেলা শাখা, ফারজানা ইয়াসমিন ইতি ( যুগ্ম সাঃসম্পাদক বাংলাদেশ যুব মহিলা লীগ) নড়াইল। আরো উপস্থিত ছিলেন, রহিমা খানম সুমি।
সমাবেশে প্রধান বক্তা জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু বলেন, বাংলাদেশ আওয়াী লীগ কোন মাটি ফুঁড়ে বেরিয়ে আসা সংগঠন না। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। তিনি বলেন, জনগণের ম্যান্ডেড নিয়ে আওয়ামী-লীগ ক্ষমতায় এসেছে। বিএনপি গিয়ে বিদেশীদের কাছে নালিশ করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। বিএনপি জামাত আন্দোলনের নামে আগুন সন্ত্রাস,নৈরাজ্য,ভাংচুর ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে তা রুখে দিতে আমরা সদা রাজপথে প্রস্তুত আছি।