শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
নড়াইলে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
এম,মাহমুদুর হাসান নিপুন
নড়াইল জেলা প্রতিনিধি
চোরাই মাল গ্রহণ সংক্রান্ত মামলায় ১ বছরের সশ্রম কােরাদণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুর রহমান শিকদারকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। ২৭ জুলাই ভোর রাতে নড়াগাতি থানার পহরডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে নড়াগাতি থানার কচুডাঙ্গা গ্রামের শাহাবুলের ছেলে। তার নামে ঢাকার সাভার থানায় চোরাই মাল গ্রহণ সংক্রান্ত একটি মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ জনাব সুকান্ত সাহার তত্ত্বাবধানে এসআই(নিঃ) অভিজিৎ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে গ্রফতার এর পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার, মোসা: সাদিরা খাতুনের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।