বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
দেশের বিভিন্ন জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ইমো (রসড়) একাউন্ট হ্যাকিং ও প্রতারক চক্রের ০৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিট।
সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম
দেশের বিভিন্ন জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ইমো (রসড়) একাউন্ট হ্যাকিং ও প্রতারক চক্রের ০৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিট। এ সময় তাদের নিকট হতে অপরাধ কার্যক্রমে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়। হ্যাকিং চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা গেছে এ পর্যন্ত তারা ইমো (রসড়) একাউন্ট হ্যাকিং এর মাধ্যমে প্রতারণা পূর্বক বিকাশ, নগদ একাউন্ট ব্যবহার করে দেশ ও বিদেশের অনেক ভুক্তভোগীর কাছ থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে।
অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা ইমো (রসড়) একাউন্ট হ্যাক করে উক্ত ইমো (রসড়) একাউন্টের কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের নিকট হতে প্রতারণার মাধ্যমে বিকাশ এবং নগদ একাউন্ট ব্যবহার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে এমন ঘটনা জানতে পেরে ভুক্তভোগী সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগে অভিযোগ করলে তাকে চকবাজার থানায় নিয়মিত মামলা দায়ের করার পরামর্শ প্রদান করা হয়। ভুক্তভোগী গত ২৩/০৭/২০২৩খ্রি: তারিখ সিএমপির চকবাজার থানায় হাজির হয়ে এজাহার দায়ের করলে চকবাজার থানার মামলা নং-১২, তারিখ-২৩/০৭/২০২৩খ্রি:, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩(২)/২৪(২)/৩৪(১)/৩৫ রুজু হয়। রুজুকৃত মামলার তদন্তভার সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিটের নিকট ন্যস্ত হয়।
সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিট মামলার তদন্তভার গ্রহণ করে উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি এর নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব আসিফ মহিউদ্দীন পিপিএম এর তত্ত্বাবধানে সাইবার ইউনিটের একটি চৌকস টিম উক্ত মামলার রহস্য উদঘাটনে কার্যক্রম শুরু করে। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনার রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িত প্রকৃত ব্যক্তিদের গ্রেফতার অভিযানে নামে সাইবার ইউনিটের চৌকস টিম। পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকা হতে প্রথমে মোঃ আরিফুল ইসলাম (৩১) কে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকা হতে মোঃ শিমুল হোসেন (২২) কে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে নাটোর জেলার লালপুর থানা এলাকা হতে মোঃ সাহাবুল ইসলাম প্রকাশ শাহাবুল (৩৯), মোঃ ইব্রাহিম হোসেন প্রকাশ বাপ্পী (২১) এবং মোঃ হৃদয় হাসান প্রকাশ শাহীন (২৩) দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে অন্যান্য সহযোগীদের গ্রেফতারের জন্য চৌকস টিমটি দেশের ঢাকা জেলার সাভার থানা এলাকাসহ নোয়াখালী জেলার সুধারাম ও বেগমগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের নিকট হতে হ্যাকিং ও অর্থ হাতিয়ে নেয়ার কাজে ব্যবহৃত মোবাইল, সিম উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা ইমো (রসড়) একাউন্ট হ্যাক করে উক্ত ইমো (রসড়) একাউন্টের কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের নিকট হতে প্রতারণার মাধ্যমে বিকাশ এবং নগদ একাউন্ট ব্যবহার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার সত্যতা স্বীকার করে। ইতোপূর্বেও তারা অসংখ্য ইমো (রসড়) একাউন্ট হ্যাক করে দেশে ও বিদেশে অবস্থানরত বিভিন্ন ব্যক্তিদের প্রতারিত করে বিকাশ ও নগদ একাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।
গ্রেফতারকৃতরা হ্যাকিং চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। মামলার ঘটনায় রুজুকৃত চকবাজার থানার মামলা নং-১২, তারিখ-২৩/০৭/২০২৩খ্রি:, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩(২)/২৪(২)/৩৪(১)/৩৫ তদন্তাধীন রয়েছে। ইমো (রসড়) একাউন্ট হ্যাকিং গ্রুপের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।