বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
নীলফামারী ডোমারে সিলিং ফ্যান ও বাইসাইকেল বিতরণ
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে নিজস্ব তহবিল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬ শত ৭৫ টি সিলিং ফ্যান ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জনাব আবতাফ উদ্দিন সরকার এম পি।
মঙ্গলবার (২৫ শে জুলাই)দুপুর বেলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
এমপি আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি থেকে এসব সরঞ্জামাদি বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,উপজেলা প্রকৌশলী মোস্তাক আহম্মেদ, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী। আরো ছিলেন উপজেলা প্রশাসনে সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবর্গ।