বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
নিম্নবিত্তের মানুষের মাঝে খাবার বিতরনে প্রবাসী বাঙালী
মোঃ আরশাদ আলী ঃ- চট্টগ্রাম
নিম্নবিত্তের মানুষের মাঝে খাবার বিতরনে প্রবাসী বাঙালী। চলমান দ্রব্যমূল্যের আকাশচুম্বি দামে নাভিশ্বাস উঠা নিম্নবিত্তের মানুষের মাঝে খাবার বিতরনের উদ্যোগ নিয়েছেন এক প্রবাসী বাঙালী। রবিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত মাজার প্রাঙ্গনে ব্যতিক্রমি এই আয়োজন করেন পাথরঘাটা ৩২ নং ওয়ার্ড বান্ডেল রোড়ের বাসিন্দা প্রবাসী মোহাম্মদ একরাম ইফতেখার ঈশান।
এইসময় মাজার প্রাঙ্গনে ফকির, বাস্তুহারা মানুষদের মাঝে খাবার বিতরন করেন এই রেমিট্যান্স যোদ্ধা।
মহতী এই উদ্যোগের অংশীদার হতে সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে মোহাম্মদ একরাম ইফতেখার ঈশান বলেন, দুঃসময়ে পাশে থাকা মানুষের কর্তব্য। অস্থিতিশীল বাজার ব্যবস্থায় অধিকাংশ নিম্ন শ্রেনীর মানুষ না খেয়ে কিংবা একবেলা খেয়ে জীবন পার করছে। কিন্তু দেখা যায়, উচ্চ শ্রেনীর উচ্ছিষ্ট খাদ্য ডাস্টবিন উপচে পড়ছে। শুধুমাত্র বিবেক এবং মানবিকতার গুনে অপচয় হওয়া সেই খাদ্য হতে পারে গরীব দুস্থদের মুখে হাসি। তাই সমাজের সকল বিত্তবানরা এগিয়ে আসলে এমন অবস্থার পরিবর্তন হতে বাধ্য। তিনি সকল অবস্থাসম্পন্ন ব্যক্তির প্রতি উদার মনমানসিকতা নিয়ে গরীব-দুস্থদের পাশে এগিয়ে আসার আহবান জানান।