রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
উদ্যোক্তা সমাবেশ এবং মেজবানি উৎসব
মোঃ আরশাদ আলী ঃ- চট্টগ্রাম
নগদের পাঁচলাইশ থানার ডিস্টিবিউটর অরিজিন ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃক আয়োজিত এই অনুষ্টানে উপস্থিত ছিলো নগদের ৩৫০ জন সফল উদ্যোক্তা। র্যাফেল ড্র-য়ে প্রথম পুরষ্কার বিজয়ী পেয়েছেন সোনার মোহর। এছাড়াও অন্যান্য বিজয়ীরা পেয়েছেন রুপার মোহর এবং মোবাইল ফোন।
এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন নগদেরর চীফ কমার্শিয়াল অফিসার শিহাব উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথি: নগদের ন্যাশনাল সেলস ম্যানেজার শাহিন সারোয়ার ভূঁইয়া
বিশেষ অতিথি এমডি শামীমুল হাসান চৌধুরী,
সঞ্চালনা এবং প্লানিং এ ছিলো সাইফুদ্দিন মাহমুদ এরিয়া ম্যানেজার, চট্টগ্রাম।
এছাড়াও উপস্থিত ছিলো টেরিটরি ম্যানেজার আহসানুল করিম জনি সহ নগদের বিভাগিয় সকল কর্মকর্তা।
সভাপতি : পাঁচলাইশ থানা ডিস্ট্রিবিউটর রেজাউল করিম