রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
নীলফামারীতে ট্রাকের চাপায় অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শাহ্ আলম নামে (৬৫) এক ব্যক্তি নিহত হয়েছে। ট্রাকটি অটোভ্যান ও চালকের দেহ দুইশো গজ টেনে হিচরে নিয়ে যায় ।
মঙ্গলবার(১৮ ই জুলাই)রাত আনুমানিক নয়টার দিকে সদর উপজেলা পলাশবাড়ী ইউনিয়নের গোতামারী পুলের উত্তর পার্শ্বে এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি একই ইউনিয়নের তরনিবাড়ী গ্রাম
পুকুরের পাড় এলাকার মৃত ওমর ব্যপারীর ছেলে শাহ্ আলম বলে জানাগেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায় পেশায় তিনি একজন অটোভ্যান চালক।প্রতিদিনের ন্যায় ভ্যান চালানোর পর আনুমানিক রাত নয়টার দিকে নীলফামারী থেকে নিজ বাড়ির উদ্দেশ্য আসতে ছিল। কিন্তুু বিপরীত দিক থেকে আসা নীলফামারী গামী একটি ট্রাকের সাথে তার অটোভ্যান গাড়িটির ধাক্কা লাগলে ভ্যান সহ সিটকে পড়ে ট্রাকের নিচে। ট্রাকটি দুইশো গজ দুরে নিয়ে ঠেলে নিয়ে যায় তার দেহ ও অটোভ্যান গাড়িটি।
নীলফামারী ফায়ার সার্ভিসের এক কর্মী জানান জরুরী সেবায় ৯৯৯ নম্বরে দুর্ঘটনার খবর পাই।পরে ঘটনা স্থলে এসে তাকে উদ্ধার করে নীলফামারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রোগীর অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডা.তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হসপিতালে পাঠিয়ে দেন। সেখানকার কর্তব্যরত ডা. তাকে মৃত বলে ঘোষণা করেন।
কথা হলে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।গাড়ির চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।।