শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন
নড়াইলে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর সাক্ষাৎকার ও প্যারেড মূল্যায়ন অনুষ্ঠিত।
এম,মাহমুদুল হাসান (নিপুন)।
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে পুলিশের অধিনস্ত কর্মকর্তা এবং কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর প্যারেড ও সাক্ষাৎকার গ্রহণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই(বুধবার) পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্যারেড পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করেন মোসাঃ সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল, সভাপতি,পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটি এবং পরীক্ষা গ্রহণ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত উক্ত পরীক্ষায় কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই(সশস্ত্র), এএসআই(সশস্ত্র) থেকে এসআই(সশস্ত্র), এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতি প্রত্যাশী পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন ও সভাপতি,পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটি উক্ত পরীক্ষা গ্রহণের জন্য উপস্থিত হলে, প্রশিক্ষণার্থীরা পুলিশ সুপারকে সশস্ত্র সালাম প্রদর্শন করেন। সালাম গ্রহণ শেষে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, বাংলাদেশ পুলিশের পদোন্নতির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে পুলিশ সদস্যদের পদোন্নতি প্রদান করা হবে
এসময় আরো উপস্থিত ছিলেন,জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল, সদস্য,পরীক্ষা গ্রহণ কমিটি; জনাব দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মাগুরা, সদস্য, পরীক্ষা গ্রহণ কমিটি; জনাব দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার(প্রবেশনার); জনাব হাফিজুর রহমান শেখ, পুলিশ পরিদর্শক(সশস্ত্র), পুলিশ লাইনস, নড়াইল, সদস্য, পরীক্ষা গ্রহণ কমিটি; জনাব মোঃ শহীদুজ্জামান, আরওআই, রিজার্ভ অফিস, আরও–১, মোঃ জাহিদুল ইসলাম, রিজার্ভ অফিস, নড়াইল, ড্রিল প্রশিক্ষকগণ, প্রশিক্ষণার্থীবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ।