রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
নীলফামারীতে ট্রেনের ইঞ্জিনে ধাক্কা লেগে এক মহিলা নিহত
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীতে ট্রেনের ইঞ্জিনে ধাক্কা লেগে কৌশলা রানী (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছে।
শনিবার (১৬ ই জুলাই) সকাল দশটার দিকে পলাশবাড়ী ইউনিয়নের বামনডাংঙ্গা নামক এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত কৌশলা ঐ এলাকার সুবোধ রায়ের স্ত্রী,তিনি দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের জননী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায় সকালের দিকে বাড়ির পাশে লাইনে ধারে ছাগল বাধতে গিয়েছিল কৌশলা। ছাগল বেধে নিজ জমিতে পাটশাক তুলে বাড়িতে ফিরতে ছিলেন । এ সময় সৈয়দপুর হতে চিলাহাটি অভিমুখে চিলাহাটি এক্সপ্রেস এর ট্রেনের ইঞ্জিনটি আসতে ছিল। তখন হঠাৎ তার বেঁধে রাখা ছাগলটি লাইনের উপরে দেখতে পান। সেই ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের সাথে তার মারাত্মক ভাবে ধাক্কা পান। এতে তিনি গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডা. তাকে মৃত বলে ঘোষণা করেন।
সৈয়দপুর বাংলাদেশ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে একটি মামলার প্রস্তুতি চলছে।