বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত মা,আহত ছেলে
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীতে সুন্তি বালা (৪৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। কৃষ্ণ চন্দ্র রায় (২২)নামে তারই সন্তান গুরুতর আহত হয়েছে।
শনিবার (১৫ ই জুলাই) আনুমানিক রাত ৮ টার দিকে ডুহুলী রামনগর ইউনিয়নের বুড়িখোরা নদীর ব্রীজ পারে এই ঘটনাটি ঘটে।
মৃত সুন্তি বালা সদর উপজেলা রামনগর ইউনিয়নে ফনি ভুষনে স্ত্রী ও আহত কৃষ্ণ চন্দ্র
তাদেরই ছেলে।
স্থানীয় সুত্রে যানাগেছে রাত ৭:৪৫ মিনিটের দিকে বাবার বাড়ি কচুকাটা ইউনিয়নের
নোয়ালীর ডাংঙ্গা থেকে নিজ ছেলের সাথে মোটরসাইকেল যোগে বাড়ির অভিমুখে আসতে ছিল সুন্তি বালা।
পথে আসা অবস্থায় ডুহুলী বুড়িখোরা নদীর পার নামক স্থানে একটি মাল বোঝাই ট্রাক্টর ওভার টেক করতে গেলে মটোরসাইকেল এর নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় মধ্যে সিটকে পড়েন । এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে সুন্তি বালার এক পা সাথে সাথেই বিচ্ছিন্ন হয়ে পড়ে।গুরুতর আহত হন তার ছেলে কৃষ্ণ চন্দ্র রায় ।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডা.সুন্তি বালাকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কৃষ্ণ চন্দ্র কে পাঠিয়ে দেন রংপুর মেডিকেলে।
নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক এনামুল হক বলেন আমরা খবর পাওয়া মাত্রই সেখানে যাই। গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।তারা সম্পর্কে ছেলে ও মা মহিলার দুই পা ছিড়ে গেছে।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মহিলাটি মারা গেছে তার
সন্তান রংপুর মেডিকেলে নিবিড় ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে ।
ট্রাক্টর ও মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। ট্রাক্টর ড্রাইভার হেলপার পালিয়েছে।
এ ব্যপারে আইনি প্রক্রিয়া গ্রহন করা হবে।