সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
ভবেশ হত্যার অভিযুক্ত প্রধান আসমীকে বাংলাবান্ধায় গ্রেফতার।
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় ভবেশ হত্যার প্রধান অভিযুক্ত আসামি মৃনাল চন্দ্র রায় (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ ই জুলাই) আজ ভোর বেলা পঞ্চগড় জেলার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে তাকে আটক করাহয় ।
সে জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রাজবাড়ী মাজাপড়া এলাকায় দিনেষ চন্দ্র রায় এর ছেলে। মৃনাল চন্দ্র রায় ভবেশ চন্দ্র রায় একই এলাকার তারা প্রতিবেসী বটে। তার স্ত্রী সাথে পরকিয়া ছিল। ভবেশ কে হত্যার বিষয়টি স্বীকার করেছে মৃনাল।
জলঢাকা থানার ওসি মোক্তারুল আলম বলেন দুই দিন যাবৎ আমরা এই ক্লুলেশ মামলার প্রধান আসামি মৃনালকে গ্রেফতার করি।
উল্লেখ্য মৃত্যুর ঘটনাটি রোববার শিমুলবাড়ি
ইউনিয়নের রাজবাড়ী মাজাপারা নামক স্থানে মৃত্যুর ঘটনা ঘটেছে।