বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
নীলফামারীতে ভয়াবহ অগ্নি কান্ড
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় মনিহারী পট্টি বাজারে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ঐ স্থানের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আব্দুর রউফ।
এক ঘন্টারও বেশি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট।
ঘটনাটি শনিবার (৮ জুলাই) রাত আনুমানিক সারে এগারোটার দিকে, জলঢাকা মনিহারী পট্টি বাজারে এই দুর্ঘটনাটি ঘটে ।
জলঢাকা দমকল বাহিনী ও স্থানীয় সুত্রে জানাযায় প্রথম আজিজুল হকের দোকানের লাইনের মিটার থেকে আগুনের সুত্রপাত ঘটে। এর পর আশপাসের দোকান ঘরে দ্রুত আগুন ছরিয়ে পরে। তিনটি মনিহারী দোকান একটি গোডাউনের পাইকারী মালামাল ও একটি হোটেলের আসবাবপত্র সহ সর্বস্ব পুরে ছাই হয়ে যায়। জলঢাকা ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন খবর পাওয়া মাত্রই আমরা দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নেভানোর কাছ শুরু করেছি। প্রথমে একটি ইউনিট কাজ করলেও পরে আরো ৪ টি ইউনিট আগুন নেভানোর কাজে ষুক্ত হয়। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ী আব্দুর রউফ কান্না জরিত কন্ঠে বলেন আমার প্রায় এককোটি টাকার মালামাল সবই পুড়ে ছাই হয়ে গেছে। এখন কি করে আমার পরিবার বাঁচাব আমি নিজেই জানিনা।
জলঢাকা ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে । তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত না করলে বলা অসম্ভব। ব্যবসায়ী আব্দুর রউফ,হাইফুল ইসলাম বলেন আমাদের প্রায় তিন কোটি উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।