রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
নীলফমারীতে গোবরের গর্তে পরে শিশুর মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে গোবরের গর্তে পড়ে রাব্বি (১৮ মাস বয়সী) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি শুক্রবার দুপুরের দিকে কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নে ঘটে। মৃত শিশু
ঐ এলাকার মিলন মিয়ার ছেলে বলে জানাযায়। স্থানীয় সুত্রে যানা যায় মা রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির উঠানে খেলতে
খেলতে কখন শিশু গোবরের গর্তে পরে গিয়ে মৃত্যু ঘটেছে কেউ লক্ষ্য করেনি।পরে দেখতে না পেয়ে খোঁজা খুঁজি করতে গেলে শিশুর মরদেহ গোবের গর্তে পাওয়া যায়। পরিবারটিতে চলছে এখন শোকের মাতম।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু নিশ্চিত করেন। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে।