শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
”করোনাভাইরাস” সহায়তা কল্পে
স্বপ্নের অগ্রযাত্রা ফাউন্ডেশন অসহায়দের খাবার ও নগদ টাকা বিতর
প্রেস বিজ্ঞপ্তীঃ১০এপ্রিল
দেশব্যাপি মহামারি খ্যাত ”করোনাভাইরাস প্রতিরোধে” চট্টগ্রামে স্বপ্নের অগ্রযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দিনমজুর এবং বিভিন্ন দুস্থ মানুষের মাঝে খাবার ও নগদ টাকা বিতরণ করছেন। মঙ্গলবার দুপুর ২ টার সময় নগরীর বিভিন্ন স্থানে দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক, এবং বিভিন্ন পেশার মধ্যবৃত্ত লোকদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে।
এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুর রহিম বাদশা, স্বপ্নের অগ্রযাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান, ভাইস চেয়ারম্যান মোঃ আবুল খায়রুল, ভারপ্রাপ্ত মহাসচিব সংবাদকর্মী আসাদুল ইসলাম ,পরিচালক ডাঃ রাজন গুপ্ত , পরিচালক লিটন নাথ, পরিচালক মোঃ নূর করিম। অন্যান্যদের মধ্যে আমির হোসেন, মোঃ আলমগীর ,নির্বাহি সদস্য গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।