সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
২য় প্রীতি ম্যাচ ৪-৩ গোলে কিশোর ফুটবল টিম জিতেছে
ক্রীড়া ডেস্ক:২৪জুন
দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির নিয়মিত অনুশীলন সিডিএ বালুর মাঠে চলমান রয়েছে।
আজ শনিবার বিকেলে অনুর্ধ -১৫(কিশোর টিম) ও (অনুর্ধ ১৭ )যুব ফুটবল টিমের মধ্যেকার প্রীতি ম্যাচে ৪-৩ গোলে জয়ী হয়েছে কিশোর ফুটবল টিম। গোলদাতা রবিন ২টি, আরমান ও আরিফ, অপর দিকে যুব টিমের রাহাত, আল-আমিন,ছোটন গোল করে হারের ব্যবধান কমান।
খেলা শুরুর প্রাক্কালে উভয় টিমের সাথে পরিচয় বিনিময় ও অনুশীলন পরিদর্শন করেন আগ্রাবাদ নওজোয়ানের সাবেক ফুটবলার ও হালিশহর একাদশ ক্লাবের পরিচালক মোঃ আখতার হোসেন, সাবেক ফুটবলার মোঃ আব্দুল খালেক, দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির টিম ম্যানেজার সাংবাদিক মু:বাবুল হোসেন বাবলা, উপ-কমিটির সহ-সম্পাদক মোঃ শাহেদুর রহমান শাহেদ, স়ংগঠক মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ বাবুল হোসেন,সহকারী কোচ মোঃ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদের পরে ৩য় প্রীতি ম্যাচ আনোয়ারা উপজেলা ফুটবল একাডেমির সাথে খেলবে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।