বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
নীলফামারীতে বিভিন্ন আয়োজনে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীতে বিভিন্ন আয়োজনে বাংলাদেশ
আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, একটি ব্যানার নিয়ে বিশাল এক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। পরে দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা দিবসটি পালন করা হয়েছে।
নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.মমতাজুল হক এর নেতৃত্বে বিশাল এই শোভাযাত্রাটি বের হয়। এ সময় পৌর
আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মিবৃন্দ কর্মসুচিতে অংশগ্রহন করেন।