বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
নীলফামারীর ডোমারে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে চলতি মৌসুমে গ্রামীণ ব্যাংক১৩ লক্ষ গাছের চারা রোপণের সিদ্ধান্ত গ্রহন করেছে।
এরই ধারাবাহিকতায় উপজেলা জোড়াবাড়ী ইউনিয়ন গ্রামীন ব্যাংক শাখার আয়োজনে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ সময় গ্রামীণ ব্যাংক সদস্যদের মাঝে ভেষজ,ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
শাখা ব্যবস্থাপক মোঃ তসিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মোঃ তোজাম্মেল হক।
এরিয়া ম্যানেজার তোজাম্মেল হক বলেন,এবার চলতি মৌসুমে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সারাদেশে ২০ কোটি গাছের চারা রোপণ করা হবে। এরেই ধারাবাহিকতায় উপজেলার জোড়াবাড়ী শাখায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। তিনি বলেন জোড়াবাড়ী শাখায় চলতি মৌসুমে ১ লক্ষ গাছের চারা বিতরণ করা হবে। এর পাশাপাশি ডোমার এরিয়ায় ১৩ লক্ষ ও নীলফামারী জেলায় ৬৫ ফলজ,ভেষজ ও বনজ গাছের চারা রোপন করার কর্মসূচী পালন করা হবে।
এসময় গ্রামীন ব্যাংকের সদস্য ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।