বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
সিটি ব্যাংক গ্রাহকের ৩৩ লক্ষ টাকা
তুলেনিলেন ব্যাংক কর্মকর্তা
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে গ্রাহকের মেয়াদী সঞ্চয় হিসাব(এফডিআর)আমানতের ৩৩ লক্ষ টাকা উত্তলোন করে নিলেন সিটি ব্যাংক কর্মকর্তা ইসতেকুর ইসলাম সেতু।
এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহক ও ম্যানেজারের জিজ্ঞাসাবাদে এক কর্মকর্তা ইসতেকুর ইসলাম
সেতু নামে চেক জালিয়াতির মাধ্যমে গ্রাহকের
টাকা আত্মসাতের কথা স্বীকার করেন। তিনি
আরো বলেন আমি টাকাটা কৌশলে সরিয়েছি,
তবে আমি একা জরিত নই।
ঘটনাটি গত বৃৃহস্পতিবার গ্রাহক টাকা তুলতে
গেলে জানতে পারেন তার একাউন্টে কোন টাকা নেই। পরে টাকা ফেরত এর দাবিতে ওই
কর্মকর্তা সহ ম্যানজারকে রাত ৯ টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে গ্রাহক।পরে দ্বায় স্বীকার করে রবিবার পর্যন্ত সময় নেয় ম্যানেজার।এই ঘটনায় অন্যান্য গ্রাহকদের মধ্যেও আতংক ছড়িয়ে পরেছে।
ভুক্তভোগী গ্রাহকের নাম শরিফা বেগম।নীলফামারী সৈয়দপুর উপজেলার বানিয়াপাড়া
হাতিখানা এলাকার মৃত ইদ্রিস আলির মেয়ে।
২০২২ সালের পহেলা জানুয়ারীতে গ্রাহক তার
হিসাব এর অনুকুলে ৩০ লাখ টাকার এফডিআর করেন। ওই হিসাবে আগে থেকে
তার ৩ লক্ষ ২৩ হাজার টাকা ছিল।
সৈয়দপুর শাখার সিটি ব্যাংক ব্যবস্থাপক সুলতান মাবুব জানান একজন গ্রাহকের অভিযোগের পরিপ্রেক্ষিতে তল্লাশি চালিয়ে হিসাব থেকে ৩৩ লক্ষ টাকা লোপাটের প্রমাণ পাওয়া গেছে। ব্যাংক থেকে যেহেতু টাকা লোপাট হয়েছে দ্বায়ীত্ব ব্যাংকের। দ্রুতই গ্রাহকের টাকা ফেরৎ দেয়া হবে। জালিয়াতির
প্রমাণ পাওয়া গেলে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।