বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
নীলফামারীতে রোগীর ভুয়া রিপোর্ট দেওয়া ক্লিনিকটি সাময়িক বন্ধ
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে সাম্রতিক সময়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যপক আকারে প্রকাশিত শিশু গর্ভবতী হওয়ার ভুল রিপোর্ট প্রদান করা ক্লিনিক টিকে ২২ হাজার জরিমানা ও সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে।
বৃৃহস্পতিবার ১৫ ই জুন সকাল বেলা ভোক্তা অধিকার সংরক্ষন আইনে রায় দেন ডোমার
নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। ডোমার পুলিশ ও ডোমার স্বাস্থ্য
কমপ্লেক্স এর আরএমও ডা.নাহিদা তাসনিম হিমি ও এমওডিসি ডা.কামরুল হাসান নোবেল
সার্বিক ভাবে সহযোগীতা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি
জানান অভিযোগ ও নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার অংশ হিসেবে ক্লিনিক
টিকে সাময়িক ভাবে বন্ধ ও জরিমানা করা হয়েছে। তবে কিছু শর্ত দেয়া হয়েছে ক্লিনিক কর্তৃপক্ষকে শেসব পুরন করলে অনুমতিক্রমে আবার ক্লিনিকটি চালু করতে পারবে।
প্রতিষ্ঠানটি ডোমার জেনারেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার। উল্লেখ্য গত ১২ ই জুন
এক মাদ্রাসা ১৩ বছর বয়সী ছাত্রী পেটব্যথা নিয়ে চিকিৎসা করাতে আসলে ইউরিন ও আল্টাসনোগ্রাফি টেস্ট করে অন্তঃসত্ত্বা বলে
রিপোর্ট দেওয়া হয়। স্বজনদের সন্দেহ হলে অন্যত্র দুইটি ক্লিনিকে পরীক্ষা করান। সেখানে
জানতে পারেন কিশোরীটি অন্তঃসত্তা নয়।