সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
কামরুল আহসান, বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (প্রশাসন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়ের চট্টগ্রাম আগমণ উপলক্ষ্যে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম
আজ ১৩ জুন, ২০২৩ খ্রিঃ তারিখ পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাল্টিপারপাস ড্রিল শেডে একটি ‘সুধী সমাবেশ ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান, বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (প্রশাসন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টর্স, ঢাকা মহোদয়।
উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে করিম চৌধুরী ও চট্টগ্রাম-১১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম এ লতিফ।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
আরো উপস্থিত ছিলেন সাবেক চসিক মেয়র জনাব আ জ ম নাছির উদ্দীন; জনাব আলহাজ্ব এম জহিরুল আলম দোভাষ, চেয়ারম্যান, চউক; পিএইচপি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব সুফি মিজান; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ড. প্রফেসর শিরিন আখতার মহোদয়।
এছাড়াও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশসহ অন্যান্য উপ-পুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন ইউনিটের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগণ, মহানগর কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।