বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
“বনছায়াঁ আবাসিকের অনন্য উদ্যোগ”
দৈনিক চারশত অসহায় লোকের মাঝে খাবার বিতরণ
=====================================
বিশেষ সংবাদঃ৯এপ্রিল
”করোনাভাইরাস”প্রতিরোধে নেভী কলোনী গেইট সংলগ্ন “বনছায়াঁ আবাসিকের অনন্য উদ্যোগ”এলাকার তরুণ যুব জনতার সম্মিলিত প্রয়াসে ঘরবন্ধি দিনমজুর,অসহায়-খেটে খাওয়া এবং একান্তই দুস্থ-অভাবীদের মাঝে দৈনিক চারশত অসহায় লোকের মাঝে রান্না করা খাবার আজ ১০ম দিনের মতো বিরতণ করেছেন উদ্যোক্তরা।
এই মহতী কার্য্যক্রমে মাত্র ৮/৯জন তরুণ যুব জনতার সম্মিলিত ভাবে“বনছায়াঁ আবাসিকের”সদস্যরা দেশে লকডাউন কার্যকর হওয়া থেকে আজ অবধি সকলে সহায়তা প্রতিদিন ৪/৫শত লোক এক বেলা খাবার তুলে দেন বলে স্বীকার করেছেন উদ্যোক্তাদের মধ্যে মোঃ জাহাঙ্গীর, ওবায়দুর রহমান।
তারা আরো জানাই, যতদিন লকডাউন কার্যকর থাকবে ততদিন তাদের খাবার বিতরণ প্রয়াস চালিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহেত থাকবে।তারা সামাজিক ও শাররিক দূরত্ব নিশ্চিত করে অতি অল্প সময়ে রান্না করা খাবার স্বচ্ছ প্যাকেটে দ্রুত বিলি করেন।”করোনাভাইরাস”প্রতিরোধে নেভী কলোনী গেইটস্থ “বনছায়াঁ আবাসিকের পুরো এলাকাকে তারা প্রতিশেধক স্প্রে,হাতধোঁয়া কার্যক্রম, স্বাস্থ্যবার্তা সহ সরকারী নির্দেশ পালনে জনগণ কে সচেতন করার অনন্য উদ্যোগ দেখা গেছে।
উদ্যোক্তরা বিশেষ প্রয়োজন হলে ৯৯৯সেবা সার্ভিস/নিকটস্থ থানা অথবা স্বাস্থ্য কেন্দ্রর সহায়তা কামনার্থে প্রশাসনের দ্বারস্থ হয়ে কার্যক্রম কে আরো বেগমান করার েইচ্ছা পোষন করেন।