শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
দেশে আবার অগ্নি সন্ত্রাসের বার্তা দিচ্ছে বিএনপি তথ্যমন্ত্রী
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারী বর্ধিত সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহামুদ বলেছেন বিএনপি আবারো অগ্নি সন্ত্রাসে বার্তা দিচ্ছে। জামাত কে দিয়ে নির্বাচন প্রতিহত করার ঘোষনা দিয়েছে। এর মধ্যদিয়ে আবারো তারা দেশকে বিশৃঙ্খলা পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায়। কারন,বিএনপি জানে নির্বাচনে তারা জয়ীহতে পারবে না।
রোববার (১১ ই জুন) সন্ধ্যায় নীলফামারী শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন তিনি।
জামাত কে দিয়ে ঘোষনাটা দিয়েছে বিএনপি।
এ কথার মানেকি দারায়,তাদের মাথা খারাপ হয়ে যাওয়ায় এ ধরনের ঘোষনা দিচ্ছে। আবার তারা অগ্নি সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করতে চায়।১০ বছর সমাবেশ করতে পারেনি।১০ বছর পর আস্ফালন করছে। তারাই পবিত্র কোরান শরিফে আগুন দিয়েছিল বায়ুতুল মোকাররমে,
সারাদেশে ৩ হাজার পাঁচশত মানুষকে আগুনে
জ্বালিয়েছে,৫০০ জনকে পুড়ে হত্যা করেছে,
বিশ্ব ইস্তেমা ফেরৎ মুসল্লি কে আগুনে জ্বালিয়ে
দিয়েছিল। বোমা বিস্ফোরন ঘটিয়েছে। এদের আর মাঠদখল করতে দেওয়া হবে না।
এজন্য আওয়ামী লীগের ঐক্য,সংহতি ও শুসংগঠিত হওয়া অত্যন্ত গরুত্ব পুর্ন। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে,আওয়ামী লীগকে হারানোর শক্তি এদেশে
কারো নেই।
মন্ত্রী বলেন উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় জামায়াত ইসলামির ছোট ছোট ঘাটি আছে, বিএনপিও ঘাপটি মেরে বসে আছে। মির্জা ফকরুল সাহেব এর বাড়িও উত্তরবঙ্গে, তাই মাঝে মাঝে আস্ফালন করেন ফকরুল সাহেব। যে ভাষায় তিনি কথা বলছেন এটি অগ্নি সন্ত্রাস এর বার্তা তারমুখ থেকে দেখতে পাচ্ছি। আবার নৈরাজ্য সৃষ্টি করার আভাষ দিচ্ছেন তিনি।
মন্ত্রী আরো বলেন দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশি বিদেশি নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। বঙ্গবন্ধুকেও তখনই হত্যা করাহয় যখন
যুদ্ধবিদ্ধস্ত দেশকে পুনর্গঠিত করে উন্নয়ন ও
সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছিলেন।
নেতাকর্মিদের উদ্দেশ্য তিনি বলেন ছয় মাস পরেই নির্বাচন, নির্বাচনে জয়লাভ করার প্রধান নিয়ামক শক্তি হল সাংগঠনিক ঐক্য।আর যেখানে সংগঠন শক্তিশালী সেখানে আওয়ামী
লীগকে পরাজিত করার শক্তি কারোনেই।সে
কারনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী
জননেত্রী শেখ হাসিনা সংগঠনকে শক্তিশালী
করার ওপর গুরুত্ত দিয়েছেন।
বর্ধিত সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন নীলফামারী -২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর,প্রধান বক্তা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার নন্দি,জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদের সভাপতিত্বে আন্যান্যদের মধ্যে আরো বক্তব্য প্রদান করেন
কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হোসনে আরা লুৎফা
ডালিয়া,এ্যাড.সফুরা বেগমরুমি,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ।