রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
নীলফামারীতে কষ্টি পাথরের মুর্তিসহ একজন কে আটক করেছে র্যাব
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে গোপন সংবাদের ভিত্তিত্তে ১২ কেজি ৩০০ গ্রাম ওজনের কষ্টি পাথরের মুর্তিসহ বিপুল শাহ্(৪০) নামে একজন কে আটক করেছে র ্যাব-১৩।
ঘটনাটি বৃৃহস্পতিবার (৮ ই জুন) দুপুর বেলা উপজেলার বোড়াগাড়ী বাজারস্থ মেসার্স অংঙ্কন ফার্মেসি ভেটেরিনারি ঔষধের দোকানে।
সুত্রে জানাযায় সে দক্ষিণ মটুকপুর ক্ষামাত পাড়া এলাকার আলহাজ্ব ওয়াহেদুল ইসলাম
মাস্টারের ছেলে বিপুল শাহ্।
গোপন সংবাদের ভিত্তিত্তে র ্যাব ১৩ এর সিপিসি ২ নীলফামারী একটি আভিযানিক দল বোড়াগাড়ী বাজারের মেসার্স অংঙ্কন ফার্মেসিতে অভিযান চালিয়ে কার্টুনের ভেতর থেকে কষ্টি পাথরের ১২ কেজি তিনশো গ্রাম ওজনের বিষ্ণু মুর্তিসহ বিপুল শাহকে আটক করে র্যাব। মুর্তিটির আনুমানিক মুল্য ২৫ লক্ষ টাকা।
শুক্রবার সিপিসি২ ডিএডি আজিজুর রহমান
বাদি হয়ে ডোমার থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ধারায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ৪।
ডোমার থানা তদন্ত অফিসার মাসুদ করিম
মামলার বিষটি নিশ্চিত করে বলেন আসামি বিপুল শাহকে শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে।