সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
চট্টগ্রাম নগরীর সল্টগোলা রেল ক্রসিংয়ে তেলবাহী ওয়াগনের সঙ্গে বেপরোয়া একটি টলির সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে ট্রেনের ধাক্কায়, টলি গাড়িতে কেমিক্যাল জাতীয় পদার্থ ট্যাঙ্কার ছিটকে পরে পাঠাও বাইক রাইডার মোহাম্মদ লাভলু নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। হতাহত থাকতে পারে আরও অনেকে।
বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে সল্টগোলা ক্রসিং এলাকায় তেলবাহী ২৫ টি ট্যাঙ্কার নিয়ে বন্দর থেকে বের হওয়ার পথে, সল্টগোলা ক্রসিং এমএ আজিজ সড়ক পার হওয়ার সময়, দ্রুতগামী কেমিক্যাল বহন টলি গাড়ির পিছনে একটি মালবাহী ট্রেনের সাথে ধাক্কা লেগে যায়, টলি গাড়িতে থাকা কেমিক্যাল ট্যাং,সিটকে পড়ে রেলওয়ে পথের পাশেই, দাঁড়িয়েছিল পাঠাও বাইক রাইডার। কিছু বুঝে উঠার আগেই, ট্যাংকারের নিচে পড়ে ওই বাইক রাইডারের মৃত্যু হয়।
চট্টগ্রাম শহরে অতি গুরুত্বপূর্ণ এই সড়কটি, প্রায় দীর্ঘ চার ঘন্টা গাড়ি চলাচল বন্ধ ছিল।টলি নাম্বার চট্ট মেট্রো ঢ ৮১ -১১ ৫১। টলিতে থাকা ট্যাংকার নাম্বার এস এ এম ইউ ১০০০ ৫৫১।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কফিল উদ্দিন বলেন, ট্রেনের সাথে ক্যামিক্যালবাহী একটি টলির সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে একটি বাইক আটকে থাকার খবর পেয়েছি। আসলেই চাপা পড়েছে কি-না এ মুহুর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এদিকে ক্যামিকেল বাহী টলি উল্টে যাওয়া ট্যাংকার থেকে বুঁদ বুঁদ আকারে গ্যাস নির্গত হচ্ছে বলে জানায় স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা আরও বলেন, সংঘর্ষের কারণে ট্যাংকারের গায়ে ফাটল দেখা যাচ্ছে। পরে গ্যাস বের হতে থাকলে স্থানীয় মানুষজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড মাস্টার আব্দুল মালেক বলেন, তেলবাহী ওয়াগন ট্রেনটি পদ্মা মেঘনা যমুনা ওয়েল থেকে তেল নিয়ে ইয়ার্ডের দিকে যাওয়ার পথে একটি টলি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দিলে লরি উল্টে যায়।