সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
কারেন্টের তারের সর্ট সার্কিটে ফুলকীর আগুনে তিন দোকান পুড়ে শেষ।
মোঃ শাহরিয়ার রিপন ঃ-
নগরীর ৩৮ নং ওয়ার্ডের বাকের আলী ফকিরের টেক এর মোড়ে কারেন্টের তারের সর্ট সার্কিটে ফুলকীর আগুনে তিন দোকান পুড়ে শেষ হয়ে গেছে বলে জানা গেছে,
দোকান মালিক মোঃ হাসান মুঠোফোনে জানান, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই,
রাত ২:১৫ মিঃ এর সময় খবর পাই দোকানে আগুন লেগেছে, খবর পেয়ে দ্রুত ছুটে আসি এবং আগুন নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি এবং ফায়ার সার্ভিস কে খবর দেই,
আমার সাথে আরো দুইটি দোকান পুড়ে গেছে, অমল বাবু ও আলামিন নামের। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় একঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, দোকান মালিকদের ভাষ্যমতে প্রায় ১৫ / ২০ লক্ষ টাকার মত মালামাল পুড়ে গেছে বলে জানান।