বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
সুপারি বাগান থেকে মৃতদেহ উদ্ধার
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমার থেকে আব্দুস সালাম (৪৫) নামে
এক মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে।
ঘটনাটি বুধবার ১১ ঘটিকায় ভোগডাবুড়ী
ইউনিয়নের মাস্টার পাড়া এলাকার খাইরুল ইসলাম জুয়েলের সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত ব্যক্তি ভোগডাবুড়ী ইউনিয়নের বিওপি বাজারস্থ মৃত ধুতি মামুদের ছেলে। এলাকা
বাসীর ধারনা রাত্রীকালিন সুপারি গাছে উঠে হাত ফসকে সেখান থেকে পড়েগিয়ে তার মৃত্য ঘটতে পারে।
এলাকাবাসী সুত্রে জানাযায় বুধবার সকালবেলা মাস্টারপাড়া এলাকার খায়রুল ইসলামের সুপারি বাগানে আব্দুস সালামের মৃতদেহ পড়ে থাকতে এলাকা বাসী দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এলাকা বাসীর ধারনা বাগানে সুপারি চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটতে পারে।
তাছারা এলাকায় আগেও তারনামে সুপারি চুরির অভিযোগ ছিল।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহামুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন লাঁশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে। সহকারী পুলিশ সার্কেল (ডোমার-ডিমলা সার্কেল)আলী মোহাম্মদ আব্দুল্লাহ্
ঘটনা স্থল পরিদর্শন করেছেন।