সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
স্থানীয় পর্যায়ে ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর ন্যায়বিচারে প্রবেশাধীকার নিশ্চিতকরণের পরামর্শ সভা।
মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম
“বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি” বিল্ডিং অ্যাকসেস টু জাস্টিস এন্ড লিগাল সাপোর্ট ফর জেন্ডার ডাইভার্স কমিউনিটি ইন বাংলাদেশ” এই স্লোগান কে প্রতিপাদ্য করে,
স্থানীয় পর্যায়ে ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর ন্যায়বিচারে প্রবেশাধীকার নিশ্চিতকরণের পরামর্শ সভা চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে।
মোঃ আল-আমিন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডা: মোঃ ইলিয়াছ চৌধুরী, সিভিল সার্জন চট্টগ্রাম,বিশেষ অতিথি হিসাবে মোঃ ফরিদুল আলম, উপপরিচালক জেলা সমাজ সেবা কার্যালয় চট্টগ্রাম, মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রোবায়েত ফেরদৌস, অধ্যাপক,গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বাগত বক্তব্য ও উদ্দেশ্য বর্ণনা, করেন উম্মে ফারহানা জারিফ ( কান্তা ) ধন্যবাদ জ্ঞাপন ও সভার সভাপতিত্ব করেন, ফাল্গুনী হিজড়া,
সংশ্লিষ্ট ট্রান্সজেন্ডার হিজরা ও লিঙ্গ বৈচিত্র্যময় ব্যক্তিরা এ সময়ে বিভিন্ন প্রশ্ন ও আলোচনা করেন। ট্রান্সজেন্ডার ও হিজড়াদের প্রবেশাধিকার
নিশ্চিত করণ শিক্ষা, চিকিৎসা, ও সামাজিক বৈষম্য বিষয়গুলো তুলে ধরেন।
সূর্যের আলো হিজরা সংস্থা সভাপতি ফাল্গুনী হিজরা বলেন,সমাজে ট্রানজান্ডারদের কে বৈষম্যমূলকভাবে দেখা হয় রাষ্ট্রীয়ভাবে বৈষম্যতা সমাধানের জন্য দাবি জানাচ্ছি ।
ট্রান্সজেন্ডারদের প্রবেশাধীকার শিক্ষা চিকিৎসা আইনে সহায়তা সহ সকল জায়গায় ন্যায্য অধিকার পাওয়ার দাবী জানান, এসময়ে এ বক্তব্য রাখেন জসিম উদ্দিন মিঠু ও শামিমা প্রমুখ।