শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন
নীলফামারী ডোমারে মাদক বিরোধী সমাবেশ অনু্ষ্ঠিত
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নেশা ছেড়ে কলম ধরি” মাদক মুক্ত দেশ গড়ি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে নীলফামারীর ডোমারে মাদক বিরোধী সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।
সোমবার ২৯ মে উপজেলা সোনারায় ইউনিয়ন
পরিষদ চত্তর মাঠে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে
মাদক বিরোধী সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।
ইউএনও (ভারপ্রাপ্ত)জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,বিশেষ অতিথি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ (ভারপ্রাপ্ত) সহকারী পরিচালক মোহাম্মদ শরিফ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ
মাহামুদ উন নবী,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌঃ,ফার্মহাট স্কুলের প্রধান শিক্ষক বাবুল রহমান,আওয়ামী লীগ নেতা জামিনুর রহমান প্রমুখ।
বক্তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক
সমন্বিত কর্মপরিকল্পনা অনুযায়ী মাদকের ক্ষতি
কারক অপব্যবহার রোধ ও মাদক নির্মূলে গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিভাবক কে সচেতন থাকার আহব্বান জানান।