শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
চট্টগ্রামে বায়েজিদ থানার অভিযানে ৭৪ বোতল বিদেশী মদ, ৩৮ কেজি গাঁজা ও ১ টি নোহা গাড়ী উদ্ধার।
মোঃ শাহরিয়ার রিপন ঃ চট্টগ্রাম
বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে বিভিন্ন ব্যান্ডের ৭৪ বোতল বিদেশী মদ, ৩৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি নোহা গাড়ী উদ্ধার হয়েছে। সিএমপি মিডিয়া জানায়, গত ২৩/০৫/২০২৩ ইং তারিখ ১০.৩০ টার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন হাটহাজারী রোডস্থ, কুলগাঁও, বালুছড়া এলাকার ফোর এইচ গার্মেন্টস এর বিপরীতে দৌলত শাহী কনভেনশন হল এর সামনে পাকা রাস্তার উপর মামলার বাদী এসআই/ মোঃ আব্দুর মতিন সঙ্গীয ফোর্সসহ ২৩/০৫/২০২৩ইং তারিখ অত্র বায়েজিদ বোস্তামী থানা এলাকায় স্পেশাল ৩৪( দিবা) ডিউটি করা কালীন সময়ে গোপন সূত্রে সংবাদ পান যে, একটি সাদা রংয়ের নোহা গাড়ী যোগে বিপুল পরিমান মাদক দ্রব্য হাটহাজারী রোড দিয়ে অক্সিজেন হয়ে চট্টগ্রাম শহর এলাকায় নিয়ে আসা হচ্ছে।
উক্ত সংবাদ পেয়ে এসআই/ মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স সহ বালুছড়া এলাকায় চেকপোস্ট করাকালীন ২৩/০৫/২০২৩ইং তারিখ ২১.৫০ ঘটিকার চেকপোষ্টের সামনে একটি সাদা রংয়ের নোহা গাড়ী, যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-১৩-৭৭৯৮ আসলে উক্ত নোহা গাড়ীটি থামানোর জন্য সিগ্যানাল দিলে গাড়ী দ্রুতবেগে পালিয়ে যাওয়ার প্রাক্কালে পুলিশের টহল গাড়ী উক্ত গাড়ীটিকে ধাওয়া করে। একপর্যায়ে এসআই/ মোঃ আব্দুর মতিন সঙ্গীয ফোর্সসহ ২৩/০৫/২০২৩ইং তারিখ ৯.৫৫ মিনিটের সময় বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও বালুছড়া হাটহাজারী রোডস্থ ফোর এইচ গার্মেন্টস এর বিপরীত পার্শ্বে দৌলত শাহী কনভেনশন হল এর সামনে পাকা রাস্তার উপর হতে মাদক পরিবহনের নোহা গাড়ীটি আটক করলে নোহা গাড়ীর অজ্ঞাতনামা ড্রাইভার তার সহযোগী ২ জন ও অজ্ঞাতনামা আসামী গাড়ীটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়ীটি তল্লাশী করে বিভিন্ন ব্রান্ডের ৭৪ বোতল বিদেশী মদ, ৩৮ কেজি গাঁজা ও উক্ত নোহা গাড়ীটি উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করেন। পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
উদ্ধারকৃত মালামাল বিভিন্ন ব্র্যান্ডের ৭৪ বোতল বিদেশী মদ, সর্বমোট মূল্য অনুমান ৯১,৩০০/- টাকা,
৩৮ কেজি গাঁজা, মূল্য অনুমান ৪,৫৬,০০০/- টাকা,
৩টি প্লাস্টিকের বস্তা,
১টি নোহা গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকামেট্রো-চ-১৩-৭৭৯৮। বাদীঃ- এসআই(নিঃ)/ মোঃ আব্দুল মতিন, বায়েজিদ বোস্তামী থানা, সিএমপি, চট্টগ্রাম। আসামীঃ- নোহা গাড়ী, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-১৩-৭৭৯৮ এর অজ্ঞাতনামা ড্রাইভার ও তার সহযোগী ২ জন অজ্ঞাতনামা আসামী। তদন্তকারী কর্মকর্তাঃ- এসআই(নিঃ)/ মোঃ আজহারুল ইসলাম, বায়েজিদ বোস্তামী থানা, সিএমপি, চট্টগ্রাম।
বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে নোহা গাড়ী, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-১৩-৭৭৯৮ এর অজ্ঞাতনামা ড্রাইভার ও তার সহযোগী ২ জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে
বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-৩৬, তাং- ২৪/০৫/২০২৩ইং, ধারা- বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫ বি (১)(বি)/২৫-ডি, ২। বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-৩৭, তাং- ২৪/০৫/২০২৩ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) সারণি ১৯(গ)/৩৮/৪১ রুজু করা হয়েছে।
ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ পূর্বক পর্যালোচনা করা হচ্ছে,
জব্দকৃত নোহা গাড়ী, যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-১৩-৭৭৯৮ এর মালিকানা যাচাইয়ের নিমিত্তে বিআরটিএ বরাবর আবেদন করা হইয়াছে,
মামলার মূল রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের নিমিত্তে গুপ্তচর নিয়োগ করা হইয়াছে,
আসামী গ্রেফতারের নিমিত্তে পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে অভিযান টীম গঠন করা হয়েছে।