বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
নীলফামারীতে চুরির মালামাল সহ কুখ্যাত ৪ চোর আটক
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর সদরে চুরিযাওয়া মালামাল সহ চার কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে নীলফামারী সদর থানা পুলিশ।
গ্রেফতার কৃত চোরেরা হল পূর্ব কুখাপাড়া এলাকার শরিফুল ইসলাম ওরফে পিচ্চি
(৩১)রেজাউল হক বাদল ওরফে রেজবুল (২৯)রোমান ইসলাম ওরফে রুমোন(২২) ও সৈয়দপুর উপজেলা আদানি মোর এলাকার আলিফ (২৪) । পুলিশ শনিবার রাতে অভিযান
চালিয়ে নিজ বাড়িহতে তাদেরকে
গ্রেফতার করে।(নীলফামারী সার্কল) অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষটি নিশ্চিত করেন।
পুলিশ জানায় ১৩ ই মে জেলা শহরের থানা পাড়া এলাকার হাবিবুর রহমানের বাড়ির দরজার তালা ভেঙ্গে একটি ল্যাপটপ,দুটি সেচ পাম্প,একটি মোবাইল, এলডি টিভি একটি,স্বর্ন,তার প্রায় দেরলক্ষ টাকার মালালসহ চুরিকরে নিয়ে যায় চোরের দল।
এ ঘটনায় বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন হাবিবুর রহমান। পুলিশ আরো জানায়
চুরির ঘটনায় সম্পৃক্ত আছে আদালতে ১৬৪ ধারায় চোরেরা স্বীকার উক্তি দিয়েছে।তাদের কাছ থেকে চুরিযাওয়া মালামাল উদ্ধার করাগেছে।
নীলফামারী সদর থানা অফিসার ইনচার্চ মুক্তারুল আলম জানান বিভিন্ন থানায় রেজাউল হক বাদলের নামে(৪) টি ও শরিফুল
ইসলাম ওরফে পিচ্চির নামে ১৭ টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
রবিবার বিকেল বেলা আসামীদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।