সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
খুলশী থানা পুলিশ কর্তৃক চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
ডেক্স নিউজ ঃঃ সিএমপি মিডিয়া –
দায়রা ৬১৬১/১৭, সিআর- ১৮৭২/১৫, ০২। দায়রা- ২৭৯৯/১৫, সিআর- ১৮৬৯/১৫, ০৩। দায়রা- ৮৪৭১/১৮, সিআর- ৯৫৩/১৫, সর্বধারাঃ- এন আই এ্যাক্ট ১৩৮। গ্রেফতারকৃত আসামীঃ-১। মোঃ নিজামুল হক কিরণ (৪২), পিতা- হাজী বশির আহাম্মদ, মাতা- হালিমা খাতুন, স্থায়ী সাংÑ দি ছনুয়া, খাইয়ারা, থানা- ফেনী সদর, জেলা- ফেনী। বর্তমান সাং- ম্যানেজিং ডিরেক্টর- ইফেক্ট বিল্ডার্স এন্ড হাউজিং লিঃ, সালাম হাইটস (৬ষ্ঠ তলা), ২০নং জাকির হোসেন রোড, দঃ খুলশী, এবং ১৪২ লেকভ্যালী আ/এ, থানা-খুলশী, জেলা- চট্টগ্রাম এবং মোনালিসা টাইলস, ইপিক ইত্তেহাদ, ৬১৮, নূর আহাম্মদ রোড, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম। ২। গ্রেফতারী পরোয়ানার সংখ্যা ও সাজার মেয়াদঃ- খুলশী থানায় ০২টি সিআর সাজা, ০১টি সিআর, কোতোয়ালী থানায় ০২টি সিআর সাজা এবং ডবলমুরিং থানায় ০১টি সিআর সাজা, ০২টি সিআর পরোয়ানা মূলতবী ছিল। সর্বমোট ০৫টি সিআর সাজা এবং ০৩টি সিআর পরোয়ানা। গ্রেফতারের তারিখ ও সময়ঃ- ১৮/০৫/২০২৩ খ্রিঃ, ০০.৩০ ঘটিকা। গ্রেফতারের স্থানঃ- ডিএমপি, ঢাকা’র যাত্রাবাড়ি থানাধীন মোমেনবাগ চৌরাস্তা এলাকা হইতে। গ্রেফতারকারী অফিসারঃ- এসআই(নিঃ)/মোঃ রুবেল শেখ, এসআই(নিঃ)/মোঃ শাহেদ খান, এএসআই(নিঃ)/সোহেল আহমেদ, এএসআই(নিঃ)/রাজীব দে, সর্ব খুলশী থানা, সিএমপি, চট্টগ্রাম। ঘটনার বিবরণঃ ধৃত আসামী মোঃ নিজামুল হক কিরণ তাহার অন্যান্য পার্টনারগণসহ খুলশী থানাধীন জাকির হোসেন রোডস্থ সালাম হাইটস এ ইফেক্ট বিল্ডার্স এন্ড হাউজিং লিঃ, ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় মেসার্স এন হক কাের্পরেশন, কোতোয়ালী থানাধীন নূর আহাম্মদ রোড এলাকায় মোনালিসা টাইলস নামীয় প্রতিষ্ঠানের নামে বিভিন্ন মানুষের কাছ থেকে এবং বিভিন্ন ব্যাংক হইতে চেকের মাধ্যমে ললটাকা লোন নিয়া আতœসাৎ করতঃ উপরোক্ত প্রতিষ্ঠান ছেড়ে আতœগোপনে চলে যায়। পরবর্তীতে পাওনাদাররা তাহার বিরুদ্ধে মামলা দায়ের করিলে বিভিন্ন আদালত আসামীর বিরুদ্ধে ০৫টি সিআর সাজা এবং ০৩টি সিআর পরোয়ানা ইস্যু করেন। খুলশী থানার এসআই(নিঃ)/মোঃ রুবেল শেখ, এসআই(নিঃ)/মোঃ শাহেদ খান, এএসআই(নিঃ)/সোহেল আহমেদ, এএসআই(নিঃ)/রাজীব দেসহ ডিএমপি, ঢাকা’র যাত্রাবাড়ি থানাধীন মোমেনবাগ চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামীর ভাড়া বাসা হইতে বর্ণিত আসামীকে গ্রেফতার করেন। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।