সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
“ডিবি (উত্তর-দক্ষিণ), সিএমপি কর্তৃক বিশেষ অভিযানে নগরীর ৪টি আবাসিক হোটেল হতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় আটক ৩৭ জন, ২টি মানবপাচারের মামলা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ”
ডিবি (উত্তর-দক্ষিণ), সিএমপি এর উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর তত্ত্বাবধানে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনাহর আলী এর সার্বিক দিক নির্দেশনায় সিএমপির মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগ বিভাগের বিভিন্ন টিম কর্তৃক গত ১২/০৫/২০২৩ খ্রিঃ ও ১৩/০৫/২০২৩ খ্রিঃ তারিখ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা এলাকায় আবাসিক হোটেল তথা কোতোয়ালী থানাধীন হোটেল গেস্ট ইন, কোতোয়ালী থানাধীন লালদীঘি উত্তর পাড়স্থ হোটেল গোল্ডেন আনসার ইন্টারন্যাশনাল আবাসিক, চান্দগাঁও থানাধীন বাস টার্মিনালস্থ সাতকানিয়া গেস্ট ইন নামক আবাসিক হোটেল ও চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বধুয়া কমিউনিটি সেন্টার নামক বিল্ডিংয়ের ৩য় তলায় হোটেল আল নাদিয়ায় অভিযান পরিচালনা করিয়া ০২টি মানবপাচার মামলায় ০৯ জন আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধারসহ আরও ২৮ জনকে সিএমপি অধ্যাদেশ ৭৬/১০৩ ধারায় গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উদ্ধারকৃত ভিকটিমদের নিরাপদ হেফাজতে পাঠানোর জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
উদ্ধারকৃত ভিকটিমদের প্ররোচনা ও প্রলোভন এর মাধ্যমে আটক রেখে অনৈতিক ও অসামাজিক কার্য সম্পাদনের ঘটনায় চান্দগাঁও থানার মামলা নং-২৫, তারিখ-১৩/০৫/২০২৩খ্রিঃ, ধারা-২০১২ সনের মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের ৮/১০(১)/১১/১২ রুজু হয়। অনৈতিক ও অসামাজিক কার্য সম্পাদনের ঘটনায় আরো ০৫ জন আসামীকে গ্রেফতার করে কোতোয়ালী থানার মামলা নং-৩১, তারিখ-১২/০৫/২০২৩খ্রিঃ, ধারা-২০১২ সনের মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের ১০(১) ১১/১২ রুজু হয়।
মানবপাচার মামলায় গ্রেফতারকৃত আসামীঃ ০৯ জন।
১। মোঃ ইলিয়াছ(৪২), ২। আনিস(২৪), ৩। মাসুদুর রহমান(২৯), ৪। মহিন উদ্দিন(১৮), ৫। মোঃ তৌহিদুল ইসলাম(১৯), ৬। মোঃ মাসুদ রানা(৩৯), ৭। নাঈম হোসেন(২৪), ৮। ফরহাদ হোসেন(২৫), ৯। মোঃ সাদ্দাম হোসেন(২৬)।
সিএমপি অধ্যাদেশ ৭৬/১০৩ ধারায় গ্রেফতারকৃত আসামীঃ ২৮ জন।
১। মোঃ জাবেদ হোসেন সম্রাট (২৩), ২। মোসাঃ ফারজানা আক্তার মুন্নিয়া (২৪), ৩। মোঃ রমজান হোসেন সৈকত (২১), ৪। ইশতিয়াক আহমেদ (২৩), ৫। সিরাজুম মুনিরা আলিফা (২০), ৬। শরীফ উদ্দিন (১৯),৭। আসমা আক্তার (২৩), ৮। দূর্জয় বড়–য়া (২২), ৯। মোসাঃ ফারিয়া খাতুন (২০), ১০। আবু তাহের(৩২), ১১। রনি দত্ত(২৬), ১২। মোঃ মামুন(২২), ১৩। মোঃ ইয়াসিন(২২), ১৪। মোঃ সিরাজ, ১৫। শামীমা আক্তার(২৩), ১৬। সুমি আক্তার(২০), ১৭। পারভীন আক্তার(২৪), ১৮। সুমি আক্তার(২৫), ১৯। ইয়াছমিন বেগম, ২০। মোছাঃ রুমা(২৭), ২১। জান্নাতুল নাইমা(২০), ২২। আব্দুল্লাহ আল মামুন(২৮), ২৩। মোঃ রোহান(২৫), ২৪। মোঃ রিয়াদ(২৭), ২৫। মোঃ আরমান হোসেন(২০), ২৬। মোঃ রিয়াদ(২২), ২৭। শেখ মোঃ আরঙ্গজেব(২৮), ২৮। মোঃ মাসুদুর রানা(৩৯)।