রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আলোচিত জসিম উদ্দিন হত্যামামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে সিএমপির বন্দর থানা পুলিশ। বাঙ্গালি জাতি মুক্তির জন্য যে সংগ্রাম করেছিল তা ইতিহাসে সংরক্ষণ করতে হবে যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে বিজয় দিবস উদযাপিত খাগড়াছড়িতে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত চোরাই তেল ক্রয়-বিক্রয় ও ডিবি পুলিশের ক্যাশিয়ার পরিচয়ে আলি গ্রেফতার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৭৫.২৫ কোটি টাকার চেক মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর। হযরত আব্দুল কাদের জ্বিলানী (রহঃ) সুন্নিয়া ফ্রি ফোরকানিয়া মাদ্রাসার উদ্ভোধন দক্ষিণ হালিশহর আকমল আলী সমূদ্র ঘাটে আগুনে পুড়েছে ৩৫ দোকান ঘর পাহাড়তলী থানার অভিযানে একটি দোনলা বন্দুকসহ দুইজন সন্ত্রাসী গ্রেফতার। সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

৩ অপহরণকারী আটক, ভিকটিমসহ ২টি মোবাইল ফোন উদ্ধার

৩ অপহরণকারী আটক ও ভিকটিম উদ্ধার
ভিকটিমের ০২টি মোবাইল ফোন উদ্ধার

ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া

ডাবলমরিং মডেল থানার মামলা নং- ০১, তারিখ- ০১/০৫/২০২৩ ইং, ধারা- ৩২৩/ ৩৬৫/ ৩৮৫/ ৩৮৬/ ৪১১/ ৩৪ পেনাল কোড।
গত ৩০/০৪/২০২৩ইং তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ বেপারীপাড়া মোড়স্থ ফুলকলি সামনে রাস্তার উপর বাদী/ ভিকটিম মোঃ তছলিম উদ্দিন (৩৩) ও তার বন্ধু মো: ইয়াকুব হোসাইন (৩০) দ্বয় অবস্থান করাকালে আসামী ১। মো: সুমন (৩৭), ২। দিদারুল আলম প্রঃ নিপু (৩৬) দ্বয় ভিকটিম দেরকে জোরপর্বক অপহরণ করে হালিশহর থানাধীন রমনা আবাসিক এলাকায় নিয়ে যায়। উক্ত স্থানে নিয়ে যাওয়ার পর আসামী ৩। মোঃ আলী মর্তুজা প্রঃ মোক্তার প্র: অভি (৩৮), ৪। শফিক (৪১), ৫। রমজান প্রঃ বাইট্টা রমজান (৩৩) গণ ভিকটিমদ্বয়কে ঘিরে ধরে নির্যাতন করতে থাকে। একপর্যায়ে আসামীরা ভয়ভীতি দেখিয়ে ভিকটিম দ্বয়ের নিকট থেকে নগদ ১৫,৫০০/- টাকা জোর পূর্বক গ্রহণ করে। আসামীরা ভিকটিমদ্বয়ের নিকট থেকে আরো ৩,০০,০০০/- টাকা দাবী করে। আসামীদের নির্যাতনে ভিকটিমদ্বয় তাদের আত্মীয় স্বজনদের নিকট তেকে ০৩টি বিকাশ নম্বরের মাধ্যমে নগদ মোট ৩৬,৫০০/- টাকা আসামীদের এনে দেয়। বিষয়টি ভিকটিম দ্বয়ের আত্মীয়ের সংবাদের ভিত্তিতে টীম ডবলমুরিং অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী ও ভিকটিমদ্বয়ের অবস্থান সনাক্ত পূর্বক হালিশহর থানাধীন রমনা আবাসিক এলাকার রোড নঙ-০১, বাড়ী নং-০৪, সানা রারোরা ম্যানশন এর সামনে হতে আসামী ১। মো: সুমন (৩৭), ২। দিদারুল আলম প্রঃ নিপু (৩৬), ৩। মোঃ আলী মর্তুজা প্রঃ মোক্তার প্র: অভি (৩৮) গনকে আটক করত: ভিকটিম দ্বয়কে উদ্ধার করেন। অপর আসামী ৪। শফিক (৪১), ৫। রমজান প্রঃ বাইট্টা রমজান (৩৩) দ্বয় পালিয়ে যায়। আটককৃত আসামীদের দেহ তল্লাশী করে আসামীদের নির্যাতনে ব্যবহৃত ১। ০২টি ছোরা, ২। ১টি প্লাস্টিকের পাই ও ভিকটিমদ্বয়ের ব্যবহৃত ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ডবলমুরিং মডেল থানার মামলা নং- ০১, তারিখ- ০১/০৫/২০২৩ ইং, ধারা- ৩২৩/ ৩৬৫/ ৩৮৫/ ৩৮৬/ ৪১১/ ৩৪ পেনাল কোড রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানাঃ-
১। মোঃ সুমন (৩৭), পিতা-সিরাজুল ইসলাম প্রঃ লিয়াকত, মাতা- নাসিমা আক্তার প্রকাশ বেবী, স্ত্রী- পান্না আক্তার সুমি, আসামীর নানা-মোঃ ছাগির আহাম্মদ, সাং-শিকলবাহ, মাষ্টারহাট, শফি সওদাগরের বাড়ী, পুলিশ বিটের পাশে, থানা- কর্ণফুলী, জেলা- চট্টগ্রাম, বর্তমানে-মোল্লাপাড়া, চৌরাস্তার মোড়, সাইফুলের ভাড়াঘর, থানা- হালিশহর, জেলা- চট্টগ্রাম,
২। দিদারুল আলম প্রঃ নিপু (৩৬), পিতা- মৃত আবু সিদ্দিক, মাতা-মৃত আমেনা খাতুন, স্ত্রী-জুলি আক্তার, সাং- উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়া, ছোট মসজিদ, সুলতান কন্ট্রাক্টারের বাড়ী, থানা- হালিশহর, জেলা-চট্টগ্রাম,
৩। মোঃ আলী মর্তুজা প্রঃ মোক্তার প্র: অভি (৩৮), পিতা-মৃত আলী আকবর, মাতা-হোসনে আরা বেগম, স্ত্রী-লুৎফা বেগম, সাং-গাছবাড়িয়া, মুহরম আলীর বাড়ি, নিজামপুর, মুসলিম হাই স্কুলের পশ্চিম পাশে, ১নং ওয়ার্ড, পোঃ হাদি ফকিরহাট, ১৫নং ওয়াহেদপুর ইউপি, থানা- মিরসরাই, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- বসুন্ধরা আবাসিক, ০৭নং মেয়র রোড, জেসমিন এর ভাড়াটিয়া, থানা- হালিশহর, জেলা- চট্টগ্রাম,
উদ্ধারকৃত আলামতঃ
১। ০২টি ছোরা, ২। ১টি প্লাস্টিকের পাই ও ভিকটিমদ্বয়ের ব্যবহৃত ০২টি মোবাইল ফোন।
অভিযানে অংশগ্রহণকৃত অফিসারের নামঃ
১। এসআই/ আহলাদ ইবনে জামিল, ২। এসআই/ মো: ইমান হোসাইন, ৩। এসআই/ নজরুল ইসলাম, ৪। এএসআই/ মো: রাসেল, ৫। এএসআই/ মো: সাইফুল ইসলাম-২।
গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামতের ছবিঃ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com