শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন
নড়াইলে ৯ নং শিঙ্গাশোলপুর কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
এম মাহমুদুল হাসান (নিপুন)।
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে ৯ নং শিঙ্গাশোলপুর কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ২৫ এপ্রিল,( মঙ্গলবার) আখতার হোসেন কিংকুর সঞ্চালনায়,
অনুষ্ঠানে,প্রধান অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন,মাননীয় সংসদ সদস্য জনাব,বি এম কবিরুল হক মুক্তি। নড়াইল -১ আসন।
উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, আশরাফ হক চৌধুরী (জেলা প্রশাষক নড়াইল)।
প্রধান আলোচকঃ ডাঃ মোঃ আহসান হাবিব ( চেয়ারম্যান যশোর শিক্ষা বোর্ড)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, খায়রুজ্জামান খায়ের (সভাপতি শিংগাশোলপুর কালিপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়)। সার্বিক তত্বাবধানে ছিলেন আবদুল্লাহ শেখ,উপস্থিত ছিলেন মিল্টন শেখ ( দিশারী শোলপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি) জারজিজ মোল্লা সহ আরো অনেকে।
এসময় গুনিজন ও প্রবীন শিক্ষকদের মাঝে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। নবীণ প্রবীণ ছাত্র শিক্ষকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন। শতবর্ষ উদযাপনকে ঘিরে সারাদিন ছিলো নানা আয়োজন। এসময় আনন্দ র্্যলি বের করা হয়।নবীন,প্রবিন ছাএ,ছাএী, শিক্ষক,শিক্ষিকাদের আনন্দ মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ আয়জনকে ঘিরে গ্রামীন বাহারি হরেক রকমের ঐতিহ্যবাহী খাবারের দোকান বসে। আগত সকলের চোখে মুখে যেন খুশির ঝলক। হাজার প্রানের এ মিলন মেলা দেখে মনে হয় এ জেন এক আনন্দ নগরী।
রাতে গান পরিবেশ করেন, হারমনিয়াম জাদুকর, নকুল কুমার বিস্বাস। এসময় খুলনা সিল্ভা শিল্পী গোষ্ঠির নাচে গানে যোগ হয় এক ভিন্ন মাএা।
সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন, ডিবি নড়াইল ও মির্জাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ রেজাউল করিমের নেতৃত্বে মির্জাপুর ক্যম্পের সকল পুলিশ প্রষাসন।