বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
নীলফামারী ডোমারে সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় শ্বন্দিপন ঘোষ তমাল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনা (২৪ শে এপ্রিল) সোমবার দুপর সময় পাঙ্গা মটুকপুর ছলেমানের চৌপথি নামক স্থানে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি ডোমার পৌরসভা সাহাপাড়া এলাকার ৩ নং ওয়ার্ড এর তাপস ঘোষের ছেলে শ্বন্দিপন ঘোষ তমাল।
স্থানীয় সুত্রে জানাযায় মোটরসাইকেল যোগে জলঢাকা হতে সে ডোমার অভিমুখে আসতেছিল।
নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের পিলারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা
তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায়
৬ টার দিকে মৃত্যু বরন করেন। তিনি
চিলাহাটি প্রশিকা এনজিওর হিসাব রক্ষকের
দ্বায়ীত্ব পালন করত।
জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়,বলেন সোমবার তিনটায় ছলেমানের চৌপথি নামক স্থানে ঐ দুর্ঘটনা ঘটে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল। বিকাল ৬ টার
সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পাওয়া যায়।