শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম ৩৮ নং ওয়ার্ড কলসি দীঘির পাড় শাখা জিয়া জাগরণ পরিষদ এর শুভ উদ্ভোধন আলোচিত জসিম উদ্দিন হত্যামামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে সিএমপির বন্দর থানা পুলিশ। বাঙ্গালি জাতি মুক্তির জন্য যে সংগ্রাম করেছিল তা ইতিহাসে সংরক্ষণ করতে হবে যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে বিজয় দিবস উদযাপিত খাগড়াছড়িতে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত চোরাই তেল ক্রয়-বিক্রয় ও ডিবি পুলিশের ক্যাশিয়ার পরিচয়ে আলি গ্রেফতার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৭৫.২৫ কোটি টাকার চেক মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর। হযরত আব্দুল কাদের জ্বিলানী (রহঃ) সুন্নিয়া ফ্রি ফোরকানিয়া মাদ্রাসার উদ্ভোধন দক্ষিণ হালিশহর আকমল আলী সমূদ্র ঘাটে আগুনে পুড়েছে ৩৫ দোকান ঘর পাহাড়তলী থানার অভিযানে একটি দোনলা বন্দুকসহ দুইজন সন্ত্রাসী গ্রেফতার।

নড়াইল পুলিশ সুপারের সহযোগিতায় ঘর ছাড়া মানুষ এখন আপন ঠিকানায়।

নড়াইল পুলিশ সুপারের সহযোগিতায় ঘর ছাড়া মানুষ এখন আপন ঠিকানায়।

এম,মাহমুদুল হাসান(নিপুন)।
জেলা (প্রতিনিধি) নড়াইল।

নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি পরিবারের লোকজন দীর্ঘদিন ঘর বাড়ি ছাড়া। নিজস্ব ঠিকানা থাকলেও আতঙ্কে ফেরা হতো না নিজ বাড়িতে। অবশেষে ১৯ এপ্রিল বিকালে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের হস্তক্ষেপে ঈদ উদযাপনের প্রত্যাশায় নিজ বাড়িতে ফিরল ঘর ছাড়া এই মানুষগুলো।(ডিবি)পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই(নিঃ) মঞ্জুর মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে চাচুড়ী এলাকার স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করে তাদের নিজ নিজ বাড়িতে উঠিয়ে দেন। এসময় তাদের মুখে উপচে পড়ে হাসি। তারা জানান,ঈদকে সামনে রেখে নিজ বাড়িতে ফিরতে পারায় আমরা সবাই খুবই আনন্দিত। এমন মহান কাজের জন্য নড়াইল জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবার গুলো ও স্থানীয় সাধারণ জনগণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com