শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
গোসাইলডাঙায় তিনশত ঘরে ত্রাণ পৌছে দিলেন সামাজিক কমিটি
বিশেষ খবরঃ ৪ঠাএপ্রিল
গোসাইলডাঙা সামাজিক কমিটির উদ্যোগে এলাকার প্রায় ৩০০ গরিব পরিবারের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে আজ শনিবার(৪ঠা এপ্রিল)সকালে প্রত্যেকের ঘরে ঘরে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক হাজি ফরিদ আহামদ, হাজি বদরউদ্দিন হোসেন, হাজি জমির আহামদ, আবদুল মান্নান রানা, হাজি মকবুল আহামদ, হাজি জিয়াউল হক, মোক্তার আহামদ, সিরাজ মিয়া, সেলিম মামুন,মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ ইয়াছিন, আবদুল নাঈম, বশির আহামদ, জাহেদ কায়সার, বায়হান উদ্দিন রুবেল, মনির আহামদ, আমিনুর ইসলাম, এম এইচ জুয়েল শামসুদিদন পিন্টু মোহাম্মদ বেলাল, মোঃ মহসিন প্রমুখ।