বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
নীলফামারী ডোমারে পৃথক পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে প্রতিমা রানী(৩৮)নামে এক গৃহবধূ অপরদিকে বনোমালি চন্দ্র রায় (৬৫) নামে এক রাজ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
ঘটনা বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটা হতে রাত আরাইটার সময় উপজেলা হরিনচড়া ইউনিয়নের শালমারা গ্রামের কামারপাড়া এলাকায় ঘটে । মৃত গৃহবধূ ঐ এলাকার মনোত রায়ের স্ত্রী প্রতিমা রানী রায়।স্থানীয় ও
পুলিশ সুত্রে জানাযায়,স্বাভাবিক ভাবে প্রতিদিনের ন্যায় স্বামী স্ত্রী দুজনে নিজ শোয়ার ঘরে সন্তান সহ ঘুমোতে যান। কিন্তু
স্বামী ঘুমিয়ে পড়লে বিছানা থেকে কখন উঠে ঘরের দরজার শিকল আটকে দিয়ে ঐ
ঘরের বারান্দায় উয়ার সাথে নিজ পরিহিত ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেন প্রতিমা রানী কেউ জানেনা।মৃতের স্বামী বলেন সাথে থাকা আমার সন্তানের চিৎকারে টেরপেলে সুইস জ্বালিয়ে দ্যাখি স্ত্রী আমার বিছানায় নেই। দরজা খুলতে গেলে বাহির থেকে ঘরের দরজায় শিকল আটকানো। চিৎকার শুনে কিছুক্ষণ পর প্রতিবেশীরা দৌরে এলে ঘরের বারন্দায় ঝুলন্ত লাঁশ দেখতে পান। প্রতিবেশীরা আমার ঘরের দরজা খুলে দেন। তিনি আরো জানান দীর্ঘদিনধরে আমার স্ত্রী শ্বারীরিক রোগ ও নানা সমস্যায় ভুগতেছিল।
অপর দিকে ডোমার চান্দিনা পাড়া সাহিদা মার্কেট এলাকায় তিনতলা ভবনের কাজ চলছিল। বৃহস্পতিবার বিকালবেলা সারে পাঁচটার সময় পাকা ঘরের শাটারিং খুলতে গিয়ে অসাবধানতা বসত উপর থেকে গিয়ে এক রাজ মিস্ত্রী মারাত্মক ভাবে আহত হয়।দ্রুত তাকে উদ্ধার করে ডোমার স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়েগেলে রুগীর অবস্থা বেগতিক দেখে কর্তব্য রত ডা. রংপুর মেডিকেলে পাঠিয়ে দেয়।রংপুর
মেডিকেলে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু ঘটে তার ছেলে দিপক চন্দ্র নিশ্চিত করেন। মৃত ব্যক্তি বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী রাজপাড়া এলাকার মৃত বিজয় চন্দ্র রায়ের ছেলে বনমালী রায় (৬৫)।
কথা হলে ডোমার থানা অফিসার ইনচার্চ মাহামুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন লাশের ময়না তদন্ত শেষ হলে লাশঁ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।পৃথক দুই মৃত্যুর বিষয়ে একটি ইউডি মামলা অপরটি নিয়মিত মামলা করা হবে।