রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন
১০২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জনকে গ্রেফতার করলো চান্দগাঁও থানা।
ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া
আজ ০২ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ খাইরুল ইসলামের নের্তৃত্বে বিশেষ অভিযান টিমের এসআই (নিরস্ত্র)/মেহের অসীম দাশ সঙ্গীয় অফিসারসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চান্দগাঁও থানাধীন শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর হতে ০১:২৫ ঘটিকার সময় ১। আহসান উদ্দিন এরশাদ (৩৮), পিতা-মৃত সুজা উদ্দিন, মাতা-মৃত আনোয়ারা বেগম, ও ২। মোঃ নুর উদ্দিন (৩৮), পিতা-শামসুল হক, মাতা-মাহফুজা বেগম দ্বয়কে গ্রেফতার করেন এবং দেহ তল্লাশি করে তাদের হেফাজত হতে ১০২৫ (একহাজার পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
এই সংক্রান্ত চান্দগাঁও থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য যে, রেকর্ডপত্র পর্যালোচনায় জানা যায় ধৃত আসামিদের বিরুদ্ধে সিএমপি সহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে।