সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
ব্যাপক উৎসাহ উদ্দিপনায় হিন্দু ধর্মাবলম্বীদের বাসন্তীপুজা অনুষ্ঠিত
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীতে ব্যপক উৎসাহ উদ্দিপনায় হিন্দু ধর্মাবলম্বীদের বাসন্তী অনুষ্ঠিত।
সোমবার ২৭ শে মার্চ চৈত্রমাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে ঢাকের বাজনা ও পুরোহিত মশাই
য়ের মন্ত্রপাঠের মধ্যদিয়ে পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে পর্যায়ক্রমে শপ্তমী, অষ্টমী,আজ নবমী আগামী শুক্রবার দশমীর মধ্য দিয়ে এই পুজোর সমাপ্তি ঘটবে।
ডোমার উপজেলার হংসরাজ কালিতলা পুজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার রায়
বলেন ১৫ বছর ধরে এখানকার কমিটি এই পুজা করে আসছে। পুজায় দেখতে আসা দর্শনার্থীদের নিরাপত্তায় আমাদের কমিটির লোক সার্বক্ষনিক ভাবে দ্বায়ীত্ব পালন করছে।
নীলফামারী জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র রায় বলেন সরকারের নির্দেশনা মেনে পুজো পালনে মন্ডপ কমিটির সভাপতি সম্পাদকে নির্দেশনা প্রদান করা হয়েছে। তাছাড়া এবারে জেলায় প্রায় ১৮০ টির মত স্থানে বাসন্তী পুজা অনুষ্ঠিত হচ্ছে।
কথাহলে হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা বলেন হিন্দু সম্প্রদায়ের পুজা এ পুজোর নিরাপত্তায় গ্রাম পুলিশ সার্বক্ষনিক ভাবে দ্বায়ীত্ব পালন করছে।