শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
নীলফামারী ডোমারে মিতালী ট্রেনে কাটাপরে এক হাসঁ ব্যবসায়ীর মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে মিতালী ট্রেনে কাটা পরে আমিজার রহমান (৫৫) নামে এক হাসঁ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
ঘটনা রবিবার ২৬ শে মার্চ দুপুর তিনটার দিকে উপজেলার চিকনমাটি দোলপাড়া এলাকায়
ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি বোড়াগাড়ী ইউনিয়নের কাকতলী এলাকার মৃত মান্দের
আলীর ছেলে আমিজার রহমান।
জিআরপি সৈয়দপুর থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় ভারত থেকে আশা মিতালী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা অভিমুখে যাত্রা করছিল বিকেল বেলা সারে তিনটার সময় চিকনমাটি দোলপারা নামক স্থানে লাইন পারাপার হতে
গিয়ে ট্রেনে কাটা পরেন আমিজার রহমান।
মৃতের নাতি জামিয়ার রহমান আরো বলেন দাদু আগে ইটের ভাটায় শ্রমিকের কাজ করত, এখন হাসেঁর ব্যবসা করছে। এর মধ্যে কিছুদিন ধরে দাদু মানষিক সমস্যায় ভুগছিলেন।
সৈয়দপুর জিআরপি থানার এসআই মেহদী
হাসান বলেন লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া
সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।