বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
নীলফামারী ডোমারে আলোচিত রেনু হত্যার পলাতক আসামীক আটক
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে আলোচিত রেনু হত্যা মামলার পলাতক আসামি গোলাম মোস্তফা বুলুকে (৩৭) আটক করেছে ডোমার থানা পুলিশ। সে আব্দুল কুদ্দুস লেন এলাকার মৃত বারিয়াশার ছেলে।
মঙ্গলবার রাতে ময়মনসিংহ কোতোয়ালী থানা থেকে নীলফামারী (ডোমার-সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ নেতৃত্বে থাকা সংগীয় ফোর্স সহ আত্মগোপনে থাকা আসামী বুলুকে গ্রেফতার করে।
জানাযায় ২৭ ডিসেম্বর ২২ ইং সালে ডোমার থানাধীন ভোগডাবুড়ী ইউনিয়নের গোশাইগঞ্জ
কারেংঙ্গাতলী গ্রাম এলাকার খয়রুল ইসলামের বিবাহিত মেয়ে (স্বামী বুলু কর্তৃক)নিঃশংস হত্যার শিকার হন রেনু আক্তার। হত্যার পর থেকেই গা ঢাকা দেন বুলু।
এ ঘটনায় মৃতের পিতা বাদী হয়ে ২৮ শে ডিসেম্বর ২২ ইং সালে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এ বিষয়ে কথা হলে ডোমার থানা অফিসার
ইনচার্চ মাহামুদ উন নবী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আসামী কে আজ নীলফামারী আদালতে প্রেরন করা হয়েছে।