শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন
নীলফামারী ডোমারে হিন্দু ধর্মাবলম্বীদের মহাবারুণী ও স্নান উৎসব অনুষ্ঠিত
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে হরিনচড়া ইউনিয়নে মহাবারুণী ও স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৯ শে মার্চ সকাল হতে আসা সনাতনী ধর্মা বলম্বীরা কলন্দর নদীতে গঙ্গাস্নান
শুরু করে। যুগযুগ ধরেচলে আসা মহাবারুণী ও স্নান উৎসব উত্তড়া শিবালয় মহাশ্মশান কমিটি প্রতি বছরের ন্যায় এ বছর আয়োজন করেছে।
পুরোহিত বীরবল চক্রবর্তী জানান সনাতনধর্ম
মতে চৈত্র মাসের মধুকৃষ্ণ এয়োদশ তিথিতে
মহাবারুণী ও স্নান উৎসব পালন করে থাকে
হিন্দু ধর্মাবলম্বীরা।
এই উৎসব কে ঘিরে মেলাতে বসেছে মনিহারি
দোকান,মিষ্টি, নারুুমুড়ি বাঁশের বাঁশী সহ বাহাড়ি রংবেড়ং এর নানা দোকান। এসব কিনতে ভীর করছে মেলায় আশা মা ও বোনসহ ছোট ছোট ছেলে মেয়েরা।
শিবালয় ও বারুণী কমিটির সভাপতি অলোকান্ত রায় ও সাধারণ সম্পাদক ফনি ভুষন রায় বলেন মেলার সার্বিক নিরাপত্তার দ্বায়ীত্বে আমাদের কমিটির ভলেটিয়ার সদস্য গ্রাম পুলিশ সার্বক্ষনিক ভাবে নিয়োজিত আছে।
এ বিষয়ে কথা হলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান
রাসেল রানা বলেন বারুণী স্নান উৎসবকে উৎ
সবমুখর করতে সার্বিক নিরাপত্তার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।