শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
বাবার কেটে রাখা গাছের ডালে প্রান গেলো সন্তানের।
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে পিতার নিজে কাটা গাছডালে এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনা শুক্রবার (১৭ ই মার্চ) সৈয়দপুর উপজেলার কামার পুকুর ইউনিয়নের নিয়াম
পুর ডাংগাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
মৃত শিশু সন্তান ঐ এলাকার জাহেনুর আলীর
ছেলে রহমত আলী (২)।
পুলিশ ও স্থানীয় সুত্রে যানা গেছে নিজ বাড়ির
উঠানে নিমগাছ কাটছিল জাহেনুর আলী। ঘরের দরজার সামনে খেলা করছিল ছেলে, গাছটির ডাল টিন ঘর আটকে যায়,দড়িবেধে গাছের ডাল নামাতে গেলে হটাৎ দৌড় দেয় সন্তান রহমত আলী।পরে তার মাথায় গুরুতর আঘাত পায়। দ্রুত অটোকরে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে,সেখানকার কর্তব্যরত ডা. রুগির অবস্থা বেগতিক দেখে রংপুর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। পরে রংপুর মেডিকেল কলেজ যাওয়ার পথিমধ্যে শিশু রহমত আলী মারা যায়। পরিবারটিতে বইছে এখন শোকের মাতম।
সৈয়দপুর থানা অফিসার ইনচার্চ (ওসি) সাইফুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
এবং বলেন মানবিক কারনে পরিবারের কাছে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।